<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছেন ঢাকার ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পাণ্ডে ও তাঁর ছোট ভাই সত্যজিৎ পাণ্ডে। চিকিৎসার জন্য গতকাল ভারত যাচ্ছিলেন বলে তাঁরা জানিয়েছেন। জিজ্ঞাসাবাদ শেষে দুজনকে সন্ধ্যা ৬টার দিকে পোর্ট থানায় হস্থান্তর করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ইব্রাহিম আহম্মেদ জানান, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশের সময় সন্দেহ হওয়ায় তাঁদের আটক করা হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরে জিজ্ঞাসাবাদ করলে ঢাকার নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি হিসেবে স্বীকার করেন সুস্মিতা। তিনি ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।</span></span></span></span></span></p>