<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অধীন বিলোনিয়া ও রামগড় স্থলবন্দর চালু করতে একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল নৌপরিবহন মন্ত্রণালয় এসংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে। বিলোনিয়া ও রামগড় স্থলবন্দর সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন প্রদানে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য (ট্রাফিক)। </span></span></span></span></span></p>