অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। ফেসবুক পোস্টে সারজিস আলম বলেন, ‘প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে।’ সারজিস আরো বলেন, ‘চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আজ (শনিবার) সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে।
সংক্ষিপ্ত
ড. ইউনূসকে ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী দেখতে চাই : সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক
সম্পর্কিত খবর

আবহাওয়া পূর্বাভাস

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৭.৮ ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩২.৯ ডিগ্রি সে.। রাজশাহী ৩৮.৪ ডিগ্রি সে.। রংপুর ৩৩.৮ ডিগ্রি সে.।
গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৫.৪ ডিগ্রি সে.।
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মৌলভীবাজার, রাঙামাটি, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
সূত্র : আবহাওয়া অধিদপ্তর

চীন সফর শেষে ড. মুহাম্মদ ইউনূস দেশে ফেরেন


নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে বাংলাদেশির পা বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে মায়ানমারের ভেতর স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ সালাম (৪২) নামে এক বাংলাদেশির পা বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে চাকঢালা সীমান্তের ৪৪ নম্বর পিলারের শূন্য লাইনে পণ্য চোরাচালানের সময় ঘটনাটি ঘটে। আহত ব্যক্তি হচ্ছেন চাকঢালা সদর ইউনিয়নের চেরারমাঠ এলাকার মৃত আফজালের ছেলে মোহাম্মদ সালাম (৪২)। স্থানীয় লোকজন জানায়, দীর্ঘদিন ধরে মায়ানমার সীমান্তে বাংলাদেশের পণ্য পাচারকাজে জড়িত ছিলেন তিনি।

বাইসাইকেলে শরণখোলা ঘুরে গেলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাইসাইকেলে বাগেরহাটের শরণখোলা ঘুরে গেলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেনস। দূতাবাসের আরো তিন সফরসঙ্গীসহ বরিশাল থেকে বাইসাইকেল চালিয়ে গত শুক্রবার সন্ধ্যায় শরণখোলায় আসেন তিনি।
উপজেলার রায়েন্দা ইউনিয়নের কদমতলা রোডে অবস্থিত ‘অগ্রদূত ফাউন্ডেশন’-এর গেস্টহাউসে রাত্রিযাপন শেষে গতকাল মোংলার উদ্দেশে যাত্রা করেন তিনি। রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেনস বাইসাইকেলে শরণখোলা উপজেলার রায়েন্দা থেকে আমড়াগাছিয়া, পহলানবাড়ী এবং মোরেলগঞ্জের পল্লীমঙ্গল বাজার ও কেয়ার বাজার হয়ে মোংলার জয়মণি যান।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ বলেন, ওয়াইল্ড টিম কনজারভেশন বায়োলজি সেন্টার (ডব্লিউসিবিসি) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যবস্থাপনায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেনস সুন্দরবন ভ্রমণের জন্য বাইসাইকেল চালিয়ে শরণখোলায় এসে অগ্রদূত ফাউন্ডেশনের গেস্টহাউসে রাত্রিযাপন করেন। এরপর সাইকেলে মোংলার জয়মণির উদ্দেশে রওনা হন। যাত্রাপথে রাষ্ট্রদূত কোনো পুলিশ প্রটোকল গ্রহণ করেননি। এমনকি শরণখোলায় অবস্থানকালে কোনো সংস্থা বা ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ অথবা বৈঠকেও অংশগ্রহণ করেননি।