<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজমিস্ত্রির দুই শিশুকন্যা বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ। পরদিন থানায় জিডি করলেন বাবা। সন্ধান পাওয়া যায়নি। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কিন্তু চার দিনের মাথায় জর্দানপ্রবাসী স্ত্রী স্বামীকে ফোন করে জানান অযথা জিডি করে লাভ নেই, দুই শিশুকন্যা তার হেফাজতেই আছে। এমন ঘটনা ময়মনসিংহের ফুলপুর উপজেলার।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় সূত্র, জিডির তথ্য ও নিখোঁজ শিশুর বাবা জানান, ফুলপুর উপজেলার সুতারকান্দি গ্রামের মো. শরিফুল ইসলামের দুই মেয়ে নূপুর আক্তার (১২) ও নুসরাত জাহান মীম (৬) গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক জায়গায় সন্ধান চালানো হয়। না পেয়ে পরদিন ফুলপুর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেন বাবা শরিফুল। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা যায়, শিশু দুজনের মা প্রায় তিন বছর ধরে জর্দানে রয়েছেন। এর মধ্যে নিখোঁজের ঘটনায় পুলিশ তৎপরতা দেখালে চার দিন পর জর্দান থেকে শিশু দুটির মা সাবিনা ইয়াসমিন স্বামীর ইমু নম্বরে ফোন করে জানান, মেয়ে দুটিকে খোঁজ করে লাভ নেই। তাদের আর ওই বাড়িতে রাখবেন না। এ অবস্থায় নিজের লোক দিয়েই দুই শিশুকন্যাকে তুলে নিয়েছেন। তারা ভালো আছে। স্ত্রীর সঙ্গে কোনো ধরনের মনোমালিন্য বা বিবাদ আছে কি না জানতে চাইলে শরিফুল জানান, স্ত্রীকে নিজেই অনেক টাকা খরচ করে তিন বছর আগে বিদেশ পাঠিয়েছিলেন বাড়তি আয়ের আশায়। প্রথম প্রথম টাকা পাঠালেও প্রায় ছয় মাস ধরে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ নেই। খোঁজ নিয়ে জানতে পেরেছেন স্ত্রীর সম্পর্ক রয়েছে অন্য একজনের সঙ্গে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিখোঁজ জিডির তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন কালের কণ্ঠকে জানান, শিশুদের মা পরিচয়ে এক নারী ফোন করে জানান তিনি জর্দান থাকেন। এ অবস্থায় তিনিই তার সন্তানদের এক আত্মীয়র মাধ্যমে নিয়েছেন। তদন্ত কর্মকর্তা তার আইনি কার্যক্রম অব্যাহত রেখেছেন বলে জানান।</span></span></span></span></span></p>