<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাভারের আশুলিয়ায় একটি এনজিওর বকেয়া কিস্তির টাকা পরিশোধ না করার মামলায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর দুই শিশুসন্তানকেও নিয়ে যাওয়া হয়। গতকাল বুধবার ওয়ারেন্টভুক্ত ওই নারীকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার আশুলিয়া থানা হেফাজতে দুই সন্তানসহ ওই নারীকে আটকে রাখা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্রেপ্তার নারীর নাম হানিয়া বেগম। তিনি আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার মনির হোসেনের স্ত্রী। তাঁদের আড়াই ও ১৪ মাস বয়সের দুটি শিশুসন্তান রয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, এক বছর আগে ওই নারীর স্বামী মনির হোসেন দি ঢাকা মার্কেন্টাইল ব্যাংক কো-অপারেটিভ লিমিটেড নামের একটি এনজিওর পল্লী বিদ্যুৎ শাখা থেকে তিন লাখ ৪০ হাজার টাকা ঋণ নেন। ঋণের দুই লাখ ৪০ হাজার টাকা পরিশোধ করলেও প্রায় এক লাখ টাকা পরিশোধে ব্যর্থ হন মনির। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আশুলিয়া থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে আটক করা হয়েছে। তাঁর দুই শিশুসন্তান ছোট তাই রেখে আসতে পারিনি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>