<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিপূর্ণ সেবা দেওয়ার অঙ্গীকার করে অবশেষে স্বজনরা বাড়ি নিয়ে গেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গণকপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেককে। গতকাল রবিবার দুপুরে তিনি বাড়ি ফিরে যান। এর আগে সেনাবাহিনীর সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের আলোচনা হয়। বিষয়টি নিয়ে আলোচনা করেন কসবা ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা জানান, বিজয় দিবসের দিন রাত ৯টার পর ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাঁর বেঁচে থাকার আশা ছেড়ে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দিয়েছিলেন। তবে তিনি সুস্থ হয়ে উঠেছেন। কথা বলে ওই মুক্তিযোদ্ধার পরিচয় নিশ্চিত হতে পারেন তাঁরা। বিষয়টি আখাউড়ার ইউএনও ও মুক্তিযোদ্ধার এলাকার ইউনয়িন পরিষদ চেয়ারম্যানকে জানানো হয়। সর্বশেষ সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে ওই মুক্তিযোদ্ধাকে তাঁর পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।</span></span></span></span></span></p>