<p>ময়মনসিংহের ভালুকায় মোমেনা মার্ফারা ভিলা নামের এক বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে। উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে ডা. মোশায়েদ রহমান মুনের মালিকানাধীন বাড়িতে গত বুধবার (২৫ ডিসেম্বর) রাতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৫ ডিসেম্বর) ঘটনার দিন বিকেলে ঢাকা থেকে আসা দুই-আড়াই শ শিক্ষার্থী ওই বাগানবাড়িতে এসে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভোজন করেন। পরে রাত ৮টার দিকে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই বাড়িতে আসা শিক্ষার্থীদের বের করে দিয়ে হামলা ও লুটপাট চালায়। ওই সময় হামলাকারীরা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর চালায় এবং নগদ টাকা নিয়ে যায়। ভাঙচুর ও লুটপাটে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।</p> <p> </p>