<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আট মাস আগে বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রঞ্জিত কুমার সরকারকে সাতক্ষীরায় বদলির আদেশ দেওয়া হয়েছে। নতুন কর্মস্থলে যোগদানের জন্য সময়ও বেঁধে দেওয়া হয়েছিল, যা  আগেই শেষ হয়ে গেছে। তবে বরিশাল জেলা অফিস থেকে তিনি যাননি। বদলির আদেশ প্রত্যাহারের জন্য করছেন দৌড়ঝাঁপ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে আট মাস আগে দেওয়া বদলির আদেশ প্রত্যাহৃত হওয়ায় স্বপদে বহাল রয়েছেন বলে দাবি করেছেন রঞ্জিত কুমার সরকার। তবে বদলির আদেশ প্রত্যাহারে মন্ত্রণালয়ের নতুন আদেশের কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। এমনকি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও খুঁজে পাওয়া যায়নি এমন প্রমাণ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে জানা যায়, ২০২৪ সালের ৩০ এপ্রিল উপসচিব মুনিরা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কয়েকটি জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের রদবদল করা হয়। এর মধ্যে বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রঞ্জিত কুমার সরকারকে সাতক্ষীরা জেলায় বদলি করা হয়। আর বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হিসেবে দেওয়া হয় মাগুরা জেলার মোহাম্মদ নুরুজ্জামানকে। বদলির আদেশে বদলি করা কর্মকর্তাদের ২০২৪ সালের ১২ মের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়। নতুন কর্মস্থলে না গেলে ২০২৪ সালের ১৩ মে থেকে বর্তমান কর্মস্থল থেকে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন এমন আদেশ দেওয়া হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খোঁজ নিয়ে জানা গেছে, বদলির আদেশের আট মাস চলছে। এরই মধ্যে মাগুরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার পদ শূন্য হয়ে আছে। সেখানে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন এস এম আকাশ। মোহাম্মদ নুরুজ্জামান বদলির পর উপপরিচালক পদে পদোন্নতি পেয়ে অধিদপ্তরে যোগদান করেছেন বলে জানিয়েছেন মাগুরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের উচ্চমান সহকারী আইরীন সুলতানা। অন্যদিকে আদেশ প্রত্যাহার করা না হলেও স্বপদেই রয়ে গেছেন রঞ্জিত কুমার সরকার। জানা গেছে, এর আগে বরগুনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ছিলেন রঞ্জিত কুমার সারকার। সেখানে বরগুনা-১ আসনে আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ শম্ভুর আস্থাভাজন ছিলেন তিনি।</span></span></span></span></span></p>