<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে আসামি যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরীকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে ছিনিয়ে নেওয়া আসামি যুবদল নেতা তরিকুল ইসলামসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত সোয়া ৯টার দিকে শ্রীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, তরিকুল ইসলামসহ মামলার এজাহারভুক্ত তিন আসামি শুভ পাঠান, সিয়াম পাঠান ও হিমেলকে গ্রেপ্তার করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে গত শুক্রবার রাত ১০টার দিকে যুবদল নেতা তরিকুল ইসলামকে শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেয় নেতাকর্মীরা। তরিকুলকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে শনিবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।</span></span></span></span></span></p>