গঙ্গাচড়া উপজেলায় তিন মাস ধরে ২৬ হাজার ৭৫৮ জন উপকারভোগী টিসিবির পণ্য পায়নি। স্বল্প আয়ের মানুষের সুবিধার্থে ন্যায্য মূল্যে উপকারভোগীদের মধ্যে এই পণ্য বিতরণ করা হয়। কিন্তু স্মার্ট কার্ড না পাওয়ায় ডিসেম্বর মাসের পণ্য বিতরণের পর আর কোনো পণ্য বিতরণ হয়নি। রমজান মাসেও টিসিবির পণ্য না পেয়ে হতাশা প্রকাশ করেছে উপকারভোগীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গঙ্গাচড়ায় টিসিবির পণ্য পাওয়ার পূর্বের তালিকায় রয়েছে ২৬ হাজার ৭৫৮টি পরিবার।
মোট ২০ ডিলারের মাধ্যমে এসব পণ্য ন্যায্য মূল্যে বিতরণ করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী সুবিধাভোগীদের স্মার্ট কার্ডের জন্য গঙ্গাচড়া উপজেলা থেকে ১৫ হাজার কার্ডের আবেদন পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এ উপজেলায় একটিও স্মার্ট কার্ড আসেনি।
ইউএনও মাহমুদ হাসান মৃধা বলেন, অনলাইনে আবেদন করা হয়েছে। স্মার্ট কার্ড এলে পণ্য বিতরণ করা হবে।