<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অ্যামাজন এমএক্স প্লেয়ারে এ সপ্তাহে এসেছে দারুণ এই রোমান্টিক ড্রামা সিরিজ। এরই মধ্যে দর্শক বেশ পছন্দ করেছে এটি। গল্পের নায়ক আকাশ আগ্রায় একটি হোটেল চালায়। কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি। স্বপ্ন দেখে বড় রেস্তোরাঁ খোলার। এগিয়ে আসে ট্যুর গাইড তানভি। দুই ব্যাবসায়িক পার্টনার একে অপরের প্রেমে পড়ে। ক্রমেই সেই সম্পর্কের আকাশে মেঘ জমে। অভিনয়ে আকাশ দহিয়া, হর্ষিতা গৌর, আমান গুপ্তা প্রমুখ।</span></span></span></span></span></p> <p> </p>