<p>ক্রীড়া প্রতিবেদক : গত অক্টোবরে সাফ জিতে আসার পর থেকেই ছুটিতে ছিলেন বাংলাদেশ জাতীয় নারী দলের ফুটবলাররা। প্রায় আড়াই মাস পর আবারও মুখরিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রাঙ্গণ। গতকাল দুপুর থেকেই যে আবার ক্যাম্পে উঠতে শুরু করেছেন ফুটবলাররা।</p> <p>ক্যাম্পের জন্য ৩১ জন ফুটবলারকে ডেকে পাঠানো হয়েছে। কাল সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পে এসেছেন ১৩ জন ফুটবলার। রাতের মধ্যে আরো কয়েকজন আসবেন। ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন। আগামী শনিবার তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। সানজিদা আক্তার, ঋতুপর্ণা চাকমা যোগ দেবেন আজ। ১৮ জানুয়ারির মধ্যে বাকিরাও ক্যাম্পে চলে আসবেন বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। অনেক দিন খেলার বাইরে থাকায় আপাতত মেয়েদের ফিটনেস ফেরানোতেই জোর দেওয়া হচ্ছে। ইমরান বলেছেন, ‘অনেক দিনের ছুটি ছিল। এ জন্য এখন শুধু ফিটনেস নিয়ে কাজ হবে। জিমের সঙ্গে বাফুফে ভবনের পাশের টার্ফে ফিটনেস সেশন হবে। এরপর প্রধান কোচের অধীনে মাঠের ফুটবল শুরু হবে। কোচ আসার আগেই ফিটনেস নিয়ে কাজ শেষ হয়ে যাবে।’ আরো এক বছরের জন্য মেয়েদের কোচ থাকছেন পিটার বাটলার। ছুটিতে এখন ইংল্যান্ডে আছেন তিনি। এ মাসের শেষ ভাগে ঢাকায় চলে আসবেন বাটলার।</p> <p>প্রতিপক্ষ খুঁজে না পাওয়ায় ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে ম্যাচ খেলা হচ্ছে না বাংলাদেশের। এই সময়টুকু শুধু অনুশীলনেই ব্যস্ত থাকতে হবে মেয়েদের। তবে মার্চ উইন্ডোতে ম্যাচ খেলতে তোড়জোড় শুরু করে দিয়েছে বাফুফে। এরই মধ্যে ১৩টি দেশকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। প্রতিপক্ষ পাওয়ার ব্যাপারে আশাবাদী ইমরান হোসেন, ‘আমরা ১৩টি দেশকে চিঠি দিয়েছি। আশা করছি, দ্রুতই সাড়া দেবে এবং ম্যাচ আয়োজন করতে পারব।’</p> <p> </p> <p> </p> <p> </p>