<p> কোয়ার্টার ফাইনালের জন্য নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস রোজো। মঙ্গলবার অনুষ্ঠিত সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলর ম্যাচে দ্বিতীয় বারের মত হলুদ কার্ড দেখায় শনিবারের কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না এই ডিফেন্ডার।<br /> ম্যাচের ৯০তম মিনিটের প্রতিপক্ষ সুইজাল্যান্ডের হয়ে প্রতিআক্রমনে যাওয়া ডিফেন্ডার রিকোর্ডো রড্রিগুয়েজকে বিধি বহির্ভুতভাবে বাঁধা দিয়ে ফেলে দেয়ায় দ্বিতীয়বারের মত হলুদ কার্ড দেখতে হয় তাকে। এর আগে গ্রুপ পর্বে বসনিয়ার বিপক্ষে ম্যাচে সতর্কতামুলক প্রথম কার্ডটি দেখেছিলেন তিনি। জি’ গ্রুপ থেকে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার রক্ষণভাগে গুরুত্বপুর্ন ভুমিকা রাখার পাশাপাশি ৩-২ গোলে জয় পাওয়া ম্যাচটিতে গোল করে ভূমিকা রেখেছিলেন মার্কোস।<br /> ফিফার নিয়ম অনুযায়ী গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ম্যাচে কোন খেলোয়াড় দুটি হলুদ কার্ড দেখলে পরের ম্যাচটির জন্য তিনি নিষিদ্ধ থাকবেন।<br /> আর্জেন্টাইন কোচ আলেসান্দ্রো সাবেলা বলেছেন সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ের ম্যাচ চলাকালে প্রথমার্ধে মাঠে আসা হোসে মারিয়া বসন্ত সম্ভবত রোজোর পরিবর্তিত হিসেবে খেলবেন। তিনি বলেন,‘পরবর্তী ম্যাচে বসন্ত অংশগ্রহনের সম্ভাবনা বেশী। উচ্চ পর্যায়ের ম্যাচে মার্কোস ভুমিকা রাখতে সক্ষম। তবে বসন্তের ওপরও আমাদের বিশ্বাস রয়েছে।’<br />  </p>