<p>গৃহসজ্জার অন্যতম অনুষঙ্গ পর্দা। ঘর যেমনই হোক, তার সৌন্দর্য অনেকাংশেই নির্ভর করে দরজা-জানালার পর্দার ওপর। দেয়ালের রঙের সঙ্গে মানানসই ও সামঞ্জস্যপূর্ণ পর্দা ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণ। ঘর বড় ও প্রশস্ত দেখাতেও ভূমিকা রাখে পর্দা। পুরনো ঘরে নতুন আমেজ নিয়ে আসতেও জুড়ি নেই পর্দার।</p> <p>প্রতিটি দেয়ালের রং, ঘরের আকার বুঝে পর্দার কাপড় বেছে নেওয়া  উচিত। সুতি, লিনেন, নেট, ভয়েল, সিল্ক, ভেলভেট, জর্জেট, টিস্যু, খাদিসহ বিভিন্ন কাপড়ের পর্দা বাজারে পাওয়া যায়। তবে ডাবল লেয়ারের পর্দার ব্যবহার ইদানীং বেড়েছে। এই পর্দা ঘরের সৌন্দর্য দ্বিগুণ করে তোলে। আলো চলাচলের সুবিধার জন্যও এটি ক্রেতাদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। ফারজানা’স ব্লিসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ইন্টেরিয়র ডিজাইনার ফারজানা গাজী জানালেন পর্দার ব্যবহার নিয়ে নানা তথ্য।</p> <p> </p> <p><strong>বসার ঘর</strong></p> <p>বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বসার ঘর। বাইরে থেকে এসে সবাই প্রথমে এই ঘরে প্রবেশ করে। বসার ঘর আলোকিত ও উজ্জ্বল রাখে এমন পর্দা বেছে নিতে হবে। হালকা কমলা রঙের পর্দা বেছে নিতে পারেন। আগতদের উষ্ণ অভ্যর্থনা জানাবে এমন রং। পর্দায় ঝালর দিতে পারেন। জমকালো আমেজ আসবে। তবে দেয়ালের রঙের সঙ্গে পর্দার রং যেন একেবারে না মেলে। হালকা রঙের পর্দা বসার ঘরে জমে ভালো। আসবাবের ভিড়ে অন্ধকার মনে হবে না। দেয়ালের রং গাঢ় হলে সাদা কিংবা অফহোয়াইট রঙের সিনথেটিক কাপড়ের পর্দা বেছে নিতে পারেন।</p> <p> </p> <p><strong>শোবার ঘর</strong></p> <p>বাড়ির সদস্যদের সবচেয়ে শান্তির জায়গা শোবার ঘর। স্নিগ্ধ রঙের পর্দা বেছে নিন শোবার ঘরের জন্য। স্নিগ্ধ রং দিনের ক্লান্তি ঝেড়ে ফেলে চোখে ঘুম ঘুম ভাব এনে দেবে। চাপা সাদা, হালকা নীল, বাদামি, পিচ, গোলাপি, ধূসর রঙের হালকা ভারী কাপড়ের পর্দা বেছে নিন। বাতাসের আনাগোনার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তাও রক্ষা পাবে। নব দম্পতিরা হালকা বেগুনি ও আকাশি রঙের পর্দা ব্যবহার করতে পারেন। তাতে ঘরে রোমান্টিক পরিবেশ তৈরি হবে।</p> <p> </p> <p><strong>খাবার ঘর</strong></p> <p>সাধারণত খাবার ঘর ও রান্নাঘর লাগোয়া হয়। এই ঘরে তাপের আনাগোনা বেশি থাকলে শান্তিমতো খাবার খাওয়া কঠিন। দেয়ালের রং ও ঘরের মাপ বুঝে বাদামি, লালচে কমলা, মেরুন কিংবা চকোলেট রঙের প্রিন্টের পর্দা বেছে নিতে পারেন। এমন রঙের তাপ শোষণ ক্ষমতা কম। উপরন্তু খাবার ঘরের জন্যও মানানসই।</p> <p> </p> <p><strong>শিশুর ঘর</strong></p> <p>শিশুর ঘর হোক উজ্জ্বল রঙের। নকশা করা পর্দাও ব্যবহার করতে পারেন। কার্টুন চরিত্র আঁকা পর্দা শিশুর ঘরের দরজা বা জানালা ঝুলিয়ে দিন। গাড়ি, ফুল, প্রাণী, কার্টুন চরিত্রের থিমের পর্দা অন্য রকম সৌন্দর্য এনে দেবে। সন্তান মেয়ে হলে বেগুনি, হলুদ, গোলাপি এবং ছেলে হলে ধূসর, নীল রঙের পর্দা মানানসই দেখাবে।</p> <p> </p> <p><strong>লক্ষ রাখুন</strong></p> <p>সিলিং থেকে মেঝের দুই ইঞ্চি ওপর পর্যন্ত পর্দার উচ্চতা হলে সুন্দর দেখায়। দেয়াল ও পর্দা একই রঙের হওয়া যাবে না। ঘর ছোট হলে বেশি জমকালো পর্দা ব্যবহার না করা ভালো। ছোট ঘরে লম্বা ঝুলের পর্দা বেমানান। জানালার চেয়ে সামান্য বড় করে পর্দা বানিয়ে নিতে পারেন। এতে ঘর কিছুটা বড় দেখাবে। ঘরের মধ্যে রোদ বেশি এলে ভারী পর্দা ব্যবহার করা ভালো। প্রতিটি ঘরের দেয়াল একই রঙের হলে পর্দাগুলো ভিন্ন নকশা ও রঙের বেছে নিতে পারেন। এতে বৈচিত্র্য আসবে। ঘরের আকৃতি যদি ছোট হয় এবং আসবাব বেশি হয়, তবে হালকা এক রঙের পর্দা বেছে নিতে পারেন।</p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p>