<p>বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত শহীদ রিকশাচালক কমরউদ্দিন খান, শিক্ষার্থী শহীদ শাকিল হাসান মানিক, শ্রমিকদল নেতা শহীদ মো. জিল্লুর রহমানসহ অন্যান্য শহীদ পরিবারের (বগুড়া) সঙ্গে সাক্ষাৎ করেছে একটি প্রতিনিধিদল।  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে এ সহমর্মিতা জানিয়েছে একটি প্রতিনিধিদল।</p> <p>আজ সোমবার দুপুরে (১৬ সেপ্টেম্বর) গণআন্দোলনে শহীদ রিকশাচালক কমরউদ্দিন খান, শিক্ষার্থী শহীদ শাকিল হাসান মানিক, শ্রমিকদল নেতা শহীদ মো. জিল্লুর রহমানসহ অন্যান্য শহীদ পরিবারের সঙ্গে (বগুড়া) সাক্ষাৎ করতে তাদের বাসায় যায় প্রতিনিধিদল। </p> <p>প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির কোষাধ্যক্ষ ও 'আমরা বিএনপি পরিবার'-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।</p> <p>আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, গাবতলী উপজেলা বিএনপির নেতা জাকির হোসেন ও স্থানীয় বিএনপির অন্য নেতারা।</p>