<p>সময়টা ভাল যাচ্ছে না দক্ষিণী অভিনেত্রী সামান্থার। গত বছর বিরল রোগ মায়োসাইটিসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আনেন অভিনেত্রী। এরপর অভিনয় থেকে বিরতি নিয়ে চিকিৎসা করান। বছরের শেষ দিকে তার প্রাক্তন স্বামী নাগা চৈতন্য বিয়ে করেছেন প্রেমিকা শোভিতাকে। মন আরেকবার ভেঙে যায় অভিনেত্রীর। সেই মুহুর্তেই বাবাকে হারান। একের এর এক ঝড়ে কাবু এ অভিনেত্রী। এবার নতুন করে পড়লেন অসুখে। চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন সামান্থা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যে কারণে শাহরুখের সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন প্রভাস" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/14/1736835389-5a649ca9682ea6e16fa47e75d376f10a.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যে কারণে শাহরুখের সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন প্রভাস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/14/1468526" target="_blank"> </a></div> </div> <p>পিঙ্কভিলার এক প্রতিবেদন থেকে জানা গেছে, মশাবাহিত রোগ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন সামান্থা। এ কারণে শরীরের প্রতিটি জয়েন্টে অর্থাৎ অস্থিসন্ধিতে ব্যথা অনুভব করছেন দক্ষিণী এই নায়িকা। সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামের স্টোরিতে রেড লাইট থেরাপি ক্লিনিকের বাইরে থেকে তোলা একটি ছবি পোস্ট করেছেন সামান্থা। সেখানে নোট হিসেবে লিখেছেন, ‘আমার জয়েন্টগুলো এখনো ঠিক হয়নি।’ এরপরই হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন রিকভারিমোড, রেডলাইটথেরাপি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অক্ষয়-প্রিয়দর্শন জুটির নতুন সিনেমায় থাকছেন টাবু-যিশু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/14/1736844927-70c711c6658b9bbe41394371b9315b09.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অক্ষয়-প্রিয়দর্শন জুটির নতুন সিনেমায় থাকছেন টাবু-যিশু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/14/1468560" target="_blank"> </a></div> </div> <p>এ অভিনেত্রী জানিয়েছেন, চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে একদম বিছানায় পড়ে গেছেন তিনি। টানা চিকিৎসা চলছে। অসুস্থতার জন্য শারীরিকভাবে দুর্বল হলেও মনের দিক থেকে শক্ত রয়েছেন বলেও জানিয়েছে সামান্থা।</p> <p>দীর্ঘদিন ধরে দক্ষিণী সিনেমায় অভিনয় করছেন সামান্থা। তবে ‘দ্যা ফ্যামিলি ম্যান-২’ সিরিজের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি লাভ করেন তিনি। এছাড়া পরবর্তীতে ‘পুষ্পা: দ্যা রাইজ’ সিনেমায় আইটেম গানে নেচে তুমুল জনপ্রিয়তা লাভ করেন সামান্থা। সম্প্রতি বরুণ ধাওয়ানের সঙ্গে তার অভিনীত ‘সিটাডেল : হানি বানি’ সিরিজটিও দারুণ সাড়া ফেলেছে।</p>