<p>জামালপুরের মাদারগঞ্জে চুরির গরু দিয়ে ভূরিভোজের আয়োজন করায় বিএনপি নেতা মাহমুদুল হাসানকে বহিষ্কারের পর এবার দল থেকে তার স্ত্রী লায়লা খাতুন ইতিকে অব্যাহতি দেওয়া হয়েছে। লায়লা খাতুন জেলা মহিলা দলের অর্থবিষয়ক সম্পাদক পদে ছিলেন।</p> <p>সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা বেগমের স্বাক্ষরিত এক পত্রে লায়লা খাতুনকে অব্যাহতি প্রধান করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবর জানালেন জয়, আরো যা বললেন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/14/1736841864-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবর জানালেন জয়, আরো যা বললেন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/01/14/1468548" target="_blank"> </a></div> </div> <p>এর আগে শনিবার উপজেলা মহিলা দলের সমাবেশ উপলক্ষে বিএনপির নেতা মাহমুদুল হাসান ও তার স্ত্রী জেলা মহিলা দলের নেত্রী লায়লা খাতুন ইতি চুরির গরু দিয়ে তার সমর্থকদের নিয়ে ভূরিভোজের আয়োজন করেন। পরে এ ঘটনায় ব্যাপক আলোচনা হলে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানকে বহিষ্কার করা হয়।</p>