<p>রাজবাড়ীর সদর উপজেলায় ধান ক্ষেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মোতালেব সরদার (৭২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বানীবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। </p> <p>মোতালেব বানীবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামের বাসিন্দা। </p> <p>নিহতের পরিবার জানায়, ধানক্ষেতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে ইঁদুর মারার ফাঁদ পেতেছিলেন মোতালেব। তিনি রাতের বেলা বিদ্যুৎ সংযোগ চালু এবং সকালে সেটি বিচ্ছিন্ন করে রাখতেন। তবে রবিবার রাতে বিদ্যুৎ সংযোগ চালু করার পর সোমবার সকালে সেটি বিচ্ছিন্ন করতে ভুলে যান তিনি। সকালে ধানক্ষেতে কাজ করতে গেলে বিদ্যুতায়িত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান মোতালেব। </p> <p>মোতালেব সরদার দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় তার ছেলে সোহান তাকে খুঁজতে গিয়ে ধানক্ষেতে মৃত অবস্থায় দেখতে পান।</p> <p>রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।</p>