<p>নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।</p> <p>জেলা ছাত্রলীগের ব্যানারে পৌর এলাকার ফুলবাড়িয়ায় মিছিলটি বের হয়ে পৌরতলা অভিমুখে যায়। পরে সেখানের সড়কের পাশে রাখা মোটরসাইকেলে কেক রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।</p> <p>রাতে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সুজন দত্ত, জেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ফেসবুকে এসংক্রান্ত ভিডিও ও ছবি পোস্ট করেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মুইজ্জুকে সরানোর পরিকল্পনার অভিযোগে যা বলল ভারত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/04/1735961224-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মুইজ্জুকে সরানোর পরিকল্পনার অভিযোগে যা বলল ভারত</p> </div> </div> </div> </div> </div> <p>এতে দেখা যায়, মিছিলকারীরা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা স্লোগান দেওয়ার পাশাপাশি শেখ হাসিনা আবারও ফিরবে এবং সাবেক গণপূর্তমন্ত্রী ও সাবেক এমপি র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরীর মুক্তির পক্ষে স্লোগান দেন। পরে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।</p>