আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনকে সফল করার লক্ষ্যে শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির উদ্যোগে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম মুছা ওরফে ভিপি মুছার নেতৃত্বে থানা বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ গণমিছিলে অংশ নেন। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মুছা মার্কেটে গিয়ে সেখানে এক সভা করে।
সভায় বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম মুছা (ভিপি মুছা), বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, সাংগঠনিক সম্পাদক এসএইচজেড শুকড়ী সেলিম, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক সাইদ, সাধারণ সম্পাদক ছালে আহমেদ মুছা, যুবদলের আহবায়ক হারুনুর রশীদ আকাশ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি নাজির হোসেন ভেন্ডার, উপজেলা মহিলা দলের সভানেত্রী রুমা আক্তার, ছাত্রদল নেতা কাবিল আহমেদ প্রমুখ।
বক্তারা আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জেলা বিএনপির সম্মেলনকে এবার যেকোনো মূল্যে সফল করার অঙ্গীকার করেন। বক্তারা বলেন, এবার দলীয় সকল কোন্দল ও দ্বন্দ্ব ভুলে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে এক ছাতার নিচে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করে জেলা বিএনপির এ সম্মেলনকে সফল করতেই হবে।
তৃণমূলের নেতাকর্মীরা জানান, কমপক্ষে ১৬ বছর পর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির এই সম্মেলন হতে যাচ্ছে। তবে এ সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যে জেলা বিএনপির বিবদমান দুটি শক্তিশালী গ্রুপের চরম কোন্দল ও দ্বন্দ্বের কারণে এ নিয়ে দুবার বিএনপির জেলা সম্মেলন আহবান করেও শেষ মুহূর্তে স্থগিত করতে হয়েছে।
স্থানীয় পর্যবেক্ষকেরা জানান, জেলা বিএনপির ওই দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় এর আগে দুবার সম্মেলন ডেকেও দুবারই স্থগিত করা হয়।
অবশেষে দলটির প্রধান (ভারপ্রাপ্ত) তারেক জিয়ার হস্তক্ষেপ ও কঠোর নির্দেশে বিএনপির কুমিল্লা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে আগামী ১ ফেব্রুয়ারি তৃতীয়বারের মতো জেলা বিএনপির সম্মেলন ডাকা হয়। যা সফল করতেই শুক্রবার বাঞ্ছারামপুরে বিএনপির ওই গণমিছিল অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এম এ মান্নান শুক্রবার রাতে এসব তথ্যের সত্যতা কালের কণ্ঠকে নিশ্চিত করেন।