কনটেন্ট ক্রিয়েটরকে মারধর, পদ হারালেন ছাত্রদল নেতা

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর প্রতিনিধি
শেয়ার
কনটেন্ট ক্রিয়েটরকে মারধর, পদ হারালেন ছাত্রদল নেতা
সংগৃহীত ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জে একজন কনটেন্ট ক্রিয়েটরকে মারধরের ঘটনায় আটকের পর এবার দল থেকে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়।

গতকাল মঙ্গলবার (১১ মার্চ) মধ্যরাতে উপজেলার গৃদকালিন্দিয়া এলাকায় ওই ছাত্রদল নেতাকে আটক করতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ। এ সময় ওই এলাকার একটি দোকানের সামনে থেকে পুলিশ শাওন কাবী (২৫) নামে ইউনিয়ন ছাত্রদলের সভাপতিকে আটক করে থানায় নিয়ে যেতে চাইলে বাধা প্রদান এবং পুলিশের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন তিনি।

 

আটক করতে যাওয়া পুলিশের উপ-পরিদর্শককে ওই ছাত্রদল নেতা বলেন, আমাকে থানায় নিতে হলে- ওসিকে আসতে বলেন। না হয়, আমি যাবো না। এ সময় কয়েক মিনিট তাদের মধ্যে বাদানুবাদ চলে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম  জানান, সড়কে যানবাহনের গতিরোধ করে প্রাইভেট কারে থাকা একজন কনটেন্ট ক্রিয়েটর এবং গাড়ির চালককে দলবল নিয়ে মারধরের ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

একই সঙ্গে পুলিশের কাজে বাধা প্রদান করায় তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে তাকে গ্রেপ্তার দেখিয়ে চাঁদপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠন বিরোধী কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে ফরিদগঞ্জে ইউনিয়ন ছাত্রদল নেতা শাওন কাবীকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে কেউ যেনো সাংগঠনিক সম্পর্ক না রাখে।

তার জন্যও সতর্ক করে দেওয়া হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

চিলমারী-‌রৌমারী নৌরু‌ট

৩ মাস ধ‌রে বন্ধ ফে‌রি চলাচল, ঈদে ভোগান্তির আশঙ্কা

আঞ্চ‌লিক প্রতি‌নি‌ধি, কুড়িগ্রাম
আঞ্চ‌লিক প্রতি‌নি‌ধি, কুড়িগ্রাম
শেয়ার
৩ মাস ধ‌রে বন্ধ ফে‌রি চলাচল, ঈদে ভোগান্তির আশঙ্কা
ছবি: কালের কণ্ঠ

নাব‌্যতা সংক‌ট দে‌খি‌য়ে প্রায় ৩ মাস ধ‌রে চিলমারী-‌রৌমারী নৌরু‌টে ফে‌রি চলাচল বন্ধ রয়েছে। ফলে আসন্ন ঈদুল ফিতরে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। 

এদিকে ফেরি চলাচল না হওয়ায় বিআইডব্লিউটিসি প্রতি মাসে প্রায় সা‌ড়ে ১২ লাখ টাকা গচ্ছা দিচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি ফেরি বন্ধ থাকায় ফেরির ইঞ্জিন ক্ষতির মুখে পড়ছে।

অভিযোগ রয়েছে, নাব‌্যতা সংক‌টে নদী খন‌নের নামে বিআইড‌ব্লিউটিএ’র দা‌য়িত্বশীল এক‌টি চক্র ব্রহ্মপুত্র ন‌দের বালু বি‌ক্রির স‌ঙ্গে জ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে। অপর‌দি‌কে, নাব‌্যতার সংকট দে‌খি‌য়ে ফে‌রি চলাচল বন্ধ থাকায় চক্রটি নৌকা মা‌লিক‌দের স‌ঙ্গে যোগসাজশ ক‌রে ক‌মিশন বা‌ণিজ‌্য কর‌ছে ব‌লে একাধিক সূত্র জা‌নি‌য়েছে।

আরো পড়ুন
আগাগোড়া অনিয়ম আর একনায়কতন্ত্রের গল্প

আগাগোড়া অনিয়ম আর একনায়কতন্ত্রের গল্প

 

মা‌সের পর মাস ফেরি বন্ধ থাকায় কো‌নো ভ্রু‌ক্ষেপ নেই কর্তৃপ‌ক্ষের। ফ‌লে সরকা‌রের লোকসা‌নের পাশাপা‌শি জনগণের ‌প‌কেট কাট‌া যা‌চ্ছে।

 

জানা যায়, চিলমারীর রমনা ঘাট থেকে রৌমারীর ফলুয়ার চর ঘাটের দূরত্ব প্রায় ২২ কিলোমিটার। এই ২২ কিলোমিটার নদী পথ পাড়ি দিতে নানা সংগ্রাম করতে হয় এ অঞ্চলের মানুষদের। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর চিলমারী-রৌমারী নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়।

চিলমারী-‌রৌমারী‌ নৌ রু‌টের ‌নিয়‌মিত যাত্রী রাশেদ ও রইচ প্রামাণিক জানান, ঈদ আস‌লে এখানকার নৌকা মা‌লিকদের আচরণ সহ‌্য করার ম‌তো না।

মোটরসাইকেল এবং যাত্রীর ভাড়া ক‌য়েকগুণ বা‌ড়ি‌য়ে দেয়। এ বিষ‌য়ে কেউ কথাও ব‌লে না। কিন্তু ফে‌রি হ‌লে মানু‌ষের ভোগা‌ন্তি থা‌কে না।

সংশ্লিষ্টরা বলছেন, উত্তরাঞ্চলের যানবাহনগুলো ১৫০ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিয়ে যমুনা সেতু হয়ে ঢাকায় যাতায়াত করে। ফে‌রি‌টি রমনা ঘাট হতে ফকিরেরহাট ঘাটে স্থানান্তর করা হলে অনেক কম সময়ে এ অঞ্চলের বাস, ট্রাক ও ছোট গাড়িগুলো ফেরি পারাপার করে অল্প সম‌য়ে ঢাকা যাতায়াত করতে পারবে।

এতে যানবাহনগুলোর সময় এবং জ্বালানি খরচ অনেকাংশে কমে যাবে। এ ছাড়া নাইট নেভিগেশন (বাতি) ব্যবস্থা চালু থাকলে রাতের বেলা ফেরি চলা করা সম্ভব হ‌বে ব‌লে জানায় সূত্রটি।

দিনাজপুর থে‌কে চিলমারীর ফ‌কি‌রেরহা‌টের ঘাটে চাল নি‌য়ে আসা ট্রাকচালক লোকমান হো‌সেন জানান, এই ঘাট (ফ‌কি‌রেরহাট ঘাট) দি‌য়ে ফেরি চলাচল কর‌লে রুটটি অনেক ছোট হতো ও দিবারাত্রি চলাচল কর‌তে পার‌লে উত্তর অঞ্চলের যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক আর ছোট গাড়িগুলো এই রুট ব্যবহার করে ঢাকা চলাচল করতো। এই রু‌টের সমস্যাগু‌লো সমাধান করলে এ ফে‌রি উত্তর অঞ্চলের প্রধান প্রবেশদ্বার হিসাবে কাজ করবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন ক‌রপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, গত ২৩ ডিসেম্বর নাব্যতা সংকটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কদম এবং কুঞ্জলতা নামের দুটি ফেরি চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত রাখা আছে। বিআইডব্লিউটিএ কর্তৃক নৌরুটের প্রয়োজনীয় সমস্যা সমাধান করে ফেরি চলাচলের নির্দেশনা আসলে সঙ্গে সঙ্গেই সার্ভিস চালু করা হবে।

বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক শেখ রবিউল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ওয়াটার লেভেল না বাড়া পর্যন্ত ফেরি চলাচল করা সম্ভব নয়। কেননা প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে ফেরি চলাচল সম্ভব হচ্ছে না। ত‌বে ‌রৌমারীর ঘাট দি‌য়ে বালু যাওয়ার কারণে ঘাট নষ্ট হওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।
 

মন্তব্য

আমতলী সড়কে ২ বছরে অর্ধশতাধিক দুর্ঘটনা

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলী (বরগুনা) প্রতিনিধি
শেয়ার
আমতলী সড়কে ২ বছরে অর্ধশতাধিক দুর্ঘটনা
ছবি: কালের কণ্ঠ

ঢাকা-আমতলী-কুয়াকাটা মহাসড়কে বরগুনার আমতলী অংশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। ২৬ কিলোমিটার সড়কে দুই বছরে অর্ধশতাধিক দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় শতাধিক আহতের পাশাপাশি ২৫ জনের বেশি প্রাণ হারিয়েছেন। 

পুলিশ বলছে, মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিক্সা, মাহেন্দ্রা, সিএনজি, নছিমন, করিমনসহ তিন চাকার যানবাহন চলাচল বন্ধ করা গেলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।

দূরপাল্লার বাস সাকুরা পরিবহনের চালক সিদ্দিকুর রহমানসহ একাধিক বাস চালকদের অভিযোগ, পদ্মা সেতু চালুর পর এই সড়কে যানবাহনের চাপ বাড়লেও সেই তুলনায় সড়ক প্রশস্ত করা হয়নি। ফলে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে বেড়েছে।

অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাসচালক মজিবর, রুহুল আমিনসহ একাধিক চালকরা বলেন, মহাসড়কে চলাচলরত ব্যাটারিচালিত অটোরিক্সার চালকসহ তিন চাকার চালকদের কোনো প্রশিক্ষণ নেই। মহাসড়কে কিভাবে গাড়ি চালাতে হয়, তাও তাদের জানা নেই।

ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ ছাড়া ওই সড়কে ২০-এর অধিক ঝুঁকিপূর্ণ বাঁক এবং ওই বাঁকের পাশে বড় বড় গাছ থাকায় সামনে কিছুই দেখা যায় না। রাস্তার ওপরে বাজার বসার কারণেও অহরহ দুর্ঘটনা ঘটছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, মহাসড়কে চলাচলরত তিন চাকার যানের কারণে দুর্ঘটনা বেশি ঘটছে, এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই।

এ ছাড়া চালকদের মধ্যে প্রতিযোগিতার প্রবণতাও দুর্ঘটনার আরেকটি বড় কারণ।

ঢাকা-আমতলী-কুয়াকাটা মহাসড়কের আমতলী অংশের দেখভালের দায়িত্বে রয়েছে পটুয়াখালী সড়ক বিভাগ। এই সড়কটি চার লেনে উন্নীত করার জন্য জমি অধিগ্রহণের প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে ওই সড়ক বিভাগের একটি সূত্র থেকে জানা গেলেও এই মহাসড়কের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পটুয়াখালী সড়ক বিভাগের কোনো দায়িত্বশীল কর্মকর্তা রাজি হননি। 

বরগুনার পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল মুঠোফোনে বলেন, 'জেলার মহাসড়কগুলোতে যাতে তিন চাকার যানবাহন চলাচল করতে না পারে সেই জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে কিছু এলাকায় গ্রামীণ সড়ক দিয়ে তিন চাকার যানবাহনগুলো মহাসড়কে উঠে যাচ্ছে।

'

বরগুনা জেলায় একটি হাইওয়ে থানা স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, বরগুনা জেলায় হাইওয়ে পুলিশ না থাকায় মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল প্রতিহত করতে পুলিশের বেশ বেগ পেতে হচ্ছে। তারপরও ট্রাফিক পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য

বিএনপি জনগণের শক্তিতে বলীয়ান : টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
বিএনপি জনগণের শক্তিতে বলীয়ান : টুকু
ছবি : কালের কণ্ঠ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘জনগণের শক্তিই বড় শক্তি, বিএনপি জনগণের শক্তিতে বলীয়ান, কোনো ষড়যন্ত্র বিএনপিকে নিঃশেষ করতে পারেনি, আগামীতেও পারবে না।’
শনিবার (১৫ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্ততি কমিটির আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন
অভিযোগ দিয়েও রেহাই পেল না স্কুলছাত্রী কুমকুম

অভিযোগ দিয়েও রেহাই পেল না স্কুলছাত্রী কুমকুম

 

ইকবাল হাসান মাহমুদ টুকু আরো বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ১৭ বছর আন্দোলন-সংগ্রামে মিছিলে সামনে থাকা কর্মীকে আগে মূল্যায়ন করতে হবে, যারা ত্যাগ স্বীকার করেনি তাদের বিষয়ে পরে ভাবা হবে। ১৯৭১ সালের পর অনেকে যেমন ভুয়া মুক্তিযোদ্ধা সেজেছিল, ২৪-এর গণ-অভ্যুত্থানের পর তেমনি অনেক ভুয়া বিপ্লবধারী দেখা যাচ্ছে।

তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।’ 

সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি মামলাও আদালতে তুলতে পারলেন না, সাত মাস হয়ে গেছে, কোনো সংস্কারই করতে পারলেন না, সংস্কার করা আপনাদের কাজ নয়, সংস্কার করা রাজনীতিবিদদের কাজ, সংস্কারের নামে কোনো টালবাহানা না করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নিন।’

আরো পড়ুন
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক, যা বললেন মির্জা ফখরুল

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক, যা বললেন মির্জা ফখরুল

 

বিএনপি রাজশাহী বিভাগীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট প্রমুখ। সভায় জেলার ১৮টি সাংগঠনিক ইউনিটের বিএনপির প্রতিনিধিরা অংশ নেন।

মন্তব্য

৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, মুদি দোকানি গ্রেপ্তার

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার (ঢাকা) সংবাদদাতা
শেয়ার
৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, মুদি দোকানি গ্রেপ্তার
প্রতীকী ছবি

সাভারের আশুলিয়ায় এবার ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মুদি দোকানিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রাতে আশুলিয়ার কবিরপুর তেলিবাজার মাদরাসার পাশে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ মুদি দোকানদার হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, অভিযুক্ত হাবিবুর রহমান স্থানীয় মুদি দোকানি হিসেবে সবার পরিচিত।

শুক্রবার রাতে কবিরপুর তেলিবাজার মাদরাসার পাশে ৭ বছরের শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে হাবিবুর রহমানকে আটক করে পিটুনি দেয়। 

পরবর্তীতে এলাকাবাসী আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে দ্রুত স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।

আরো পড়ুন
স্কুলছাত্রীকে উত্যক্ত করায় যুবকের হাত-পা বেঁধে গণপিটুনি

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের হাত-পা বেঁধে গণপিটুনি

 

স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষী ব্যক্তির দ্রুত বিচার দাবি করেছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে সমাজে সচেতনতা বৃদ্ধি ও আইনের কঠোর প্রয়োগ জরুরি বলে মনে করছে স্থানীয়রা।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মিয়া বলেন, শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় একটি মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার মুদি দোকানিকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ