র‌্যাব পরিচয়ে চাঁদা নিতে আসা অবসরপ্রাপ্ত সেই আনসার সদস্য জেলহাজতে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
শেয়ার
র‌্যাব পরিচয়ে চাঁদা নিতে আসা অবসরপ্রাপ্ত সেই আনসার সদস্য জেলহাজতে
সংগৃহীত ছবি

র‌্যাব পরিচয়ে চাঁদা নিতে আসা অবসরপ্রাপ্ত আনসার সদস্য হানিফ খান (৪৫) ওরফে সোহেল রানার নামে টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা হয়েছে। মো. আমিনুর সিকদার নামের এক ব্যক্তি মির্জাপুর থানায় দুইজনের নাম উল্লেখসহ ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে এই মামলা করেন। 

মামলার অন্য আসামি হলেন, উপজেলার তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. বিল্লাল হোসেন।

এর আগে রবিবার (১৬ মার্চ) রাতে উপজেলার তরফপুর ইউনিয়নের চকবাজার এলাকা থেকে অবসরপ্রাপ্ত আনসার সদস্য হানিফ খানকে মির্জাপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন।

হানিফ খান টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের বক্তার খানের ছেলে। আজ সোমবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

আরো পড়ুন
সিংড়ায় যুব মহিলা লীগ নেত্রী শাহিদা গ্রেপ্তার

সিংড়ায় যুব মহিলা লীগ নেত্রী শাহিদা গ্রেপ্তার

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, অবসরপ্রাপ্ত আনসার সদস্য হানিফ খান রবিবার বিকেলে একটি গুম ও হত্যা মামলার তদন্তের নাম করে উপজেলার তরফপুর চকবাজার এলাকায় যান। একপর্যায়ে তিনি কৌশলে মামলার আসামির কাছে চাঁদা দাবি করেন।

এ সময় তিনি ২ লাখ টাকায় হত্যা মামলা নিষ্পত্তি করার প্রতিশ্রুতি দেন।

তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক হওয়ায় স্থানীয় জনতা তাকে আটক করেন। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে লোকজনের উপস্থিতি বেড়ে যায়। এক পর্যায়ে তার আরো অপকর্ম প্রকাশ পেতে থাকে।

সে ইতিপূর্বে নিজেকে র‌্যাব সদস্য, পিবিআই, সেনাসদস্য পরিচয় দিয়ে ওই এলাকায় চাঁদাবাজি করেছে। পুলিশের চাকরি দেওয়া, মামলার তদন্ত রিপোর্ট পক্ষে-বিপক্ষে দেওয়া, পাওনা টাকা তুলে দেওয়াসহ বিভিন্ন কাজের কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে এলাকার লোকজন পুলিশকে জানিয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ রাতে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে তরফপুর ইউপির সাবেক চেয়ারম্যান সাঈদ আনোয়ার বলেন, কয়েকদিন পূর্বে প্রতারক অবসরপ্রাপ্ত আনসার সদস্য হানিফ খান র‌্যাব পরিচয় দিয়ে মোবাইলফোনে স্থানীয় কয়েকজনের কাছে টাকা দাবি করেন। রবিবার টাকা দেওয়ার কথা বলে কৌশলে তাকে এলাকায় আনা হয়।

পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মামলার অন্য আসামি বিল্লাল হোসেন বলেন, ৫/৬ বছর আগে পরকীয়া করে টাকিয়া কদমা উত্তরপাড়া গ্রামের ইনছ আলীর স্ত্রী রওশন আরা বেগম গর্ভবতী হন। তারপর গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। রওশন আরা আত্মহত্যা করেছে নাকি তাকে খুন করা হয়েছে এ বিষয়টি তখন আলোচনায় ছিল। এছাড়া উত্তরকদমা তেতুলা বিলে দুলালের স্ত্রীর বস্তাবন্দি কঙ্কাল পাওয়া যায়। ঘটনা দুটি অমীমাংসিত থাকায় হানিফ খান র‌্যাব সদস্য পরিচয় দেওয়ায় তাকে ঘটনা দুটি তদন্তের জন্য ইনফরমেশন দিয়েছেন বলে তিনি জানান।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, জনতার হাতে আটক র‌্যাবের সদস্য পরিচয় দেওয়া হানিফ খানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ, বখাটে আটক

আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
শেয়ার
সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ, বখাটে আটক

নেত্রকোনার মদনে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে আনোয়ার (২০) নামের এক বখাটেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে জেলার কেন্দুয়া উপজেলার গুগবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আনোয়ার মদন উপজেলার বাঁশরী জয়নগর গ্রামের উছেন আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মেয়েটি স্থানীয় একটি মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী।

জীবিকার তাগিদে মেয়েটির মা চট্টগ্রামে পোশাক শ্রমিকের কাজ করেন। মেয়েটি বাড়িতে তার স্বজনদের কাছে থেকে লেখাপড়া করছে। মাদরাসায় আসা-যাওয়ার পথে ওই মেয়েটিকে বখাটে আনোয়ার প্রায় সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত সোমবার রাত আনুমানিক ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে মেয়েটি ঘর থেকে বের হয়।
এর আগে থেকেই ওঁৎ পেতে থাকা আনোয়ার মেয়েটিকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ ঘটনায় রাতেই মেয়েটির চাচা পুলিশকে অবগত করে। মঙ্গলবার অভিযান চালিয়ে কেন্দুয়া উপজেলার গুগ বাজার এলাকা থেকে বখাটে আনোয়ারকে আটক করে মেয়েটিকে উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান, ‘অভিযান চালিয়ে অভিযুক্ত আনোয়ারকে আটক করা হয়েছে।

মেয়েটিকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল মেয়েটির ডাক্তারী পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য

ঠাকুরগাঁওয়ে ট্রাকের সঙ্গে থ্রি-হুইলারের সংঘর্ষে নিহত ২, আহত ৬

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
ঠাকুরগাঁওয়ে ট্রাকের সঙ্গে থ্রি-হুইলারের সংঘর্ষে নিহত ২, আহত ৬

ঠাকুরগাঁওয়ে ট্রাক ও থ্রি-হুইলারের (পাগলু) মুখোমুখি সংঘর্ষে জয়ন্ত রায় (২৯) ও আরফান (২৩) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছে আরো ৬ জন। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী মহাসড়কের লক্ষীপুর ডেবাডাঙ্গী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়ন্ত রায় বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান পাড়ার দিনা রামের ছেলে ও আরফান একই উপজেলার মধুপুর গ্রামের আমিরুলের ছেলে।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. রকিবুল আলম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান আহতদের তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ড করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বালিয়াডাঙ্গী থানার ওসি মো. মোসাব্বেরুল হক জানান, লক্ষীপুর ডেবাডাঙ্গী সড়কে আলু বোঝাই ট্রাক ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে একজন ও পরে সদর হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য

পাবনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
শেয়ার
পাবনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা

পাবনার সুজানগরে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ঘটনাটি সুজানগর পৌরসভার কারিগরপাড়া (গবড়েপাড়া) এলাকায়।

মঙ্গলবার (১৮ মার্চ ) এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে মো. নয়ন খাঁ নামে এক যুবকের বিরুদ্ধে সুজানগর থানায় মামলা দায়ের করেছেন। নয়ন খাঁ ওই এলাকার মো. আন্টু খাঁর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে গৃহবধূ তার নিজ বাড়ির আঙিনায় গাছের পাতা ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় বখাটে যুবক নয়ন খাঁ বাড়িতে প্রবেশ করে ওই গৃহবধুকে এক গ্লাস পানি পান করার কথা বলে। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকায় গৃহবধূ তাকে পানি এনে দিলে এ সময় ওই গৃহবধূর পেছন দিক থেকে জড়িয়ে ধরে মুখ চেপে ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। 

এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

পলাতক নয়ন খাঁকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

রামগতি উপজেলা যুবলীগ নেতা ভিপি হেলাল গ্রেপ্তার

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
শেয়ার
রামগতি উপজেলা যুবলীগ নেতা ভিপি হেলাল গ্রেপ্তার
গ্রেপ্তার যুবলীগ নেতা ভিপি হেলাল

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা যুবলীগের আহবায়ক ও লক্ষ্মীপুর জেলা পরিষদের সাবেক সদস্য মেজবাহ উদ্দিন ভিপি হেলালকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে মিরপুরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল।

গ্রেপ্তারকৃত ভিপি হেলাল রামগতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, গ্রেপ্তারের খবর পেয়ে রামগতি থানা পুলিশের একটি টিম ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে এখন পথে আছে।

রামগতি থানায় আনার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ