<p>নবম শ্রেণির পাঠ্য বইয়ে নোংরা কিছু শব্দ অন্তর্ভুক্ত করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।</p> <p>মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘নারীদের বাচ্চা পেটে আসার আগেই কিভাবে নষ্ট করা যায় সেই শিক্ষা গল্পে উল্লেখ করা হয়েছে, যা অত্যন্ত ন্যক্কারজনক। এ ছাড়া খানকি ও মাগী গল্পে উল্লেখ করা হয়। এতে কী মেসেজ যাচ্ছে?। অর্থাৎ নারীদের পেটের বাচ্চা নষ্ট করার পদ্ধতি ও একজন নারী কিভাবে খারাপ হয় সেই শিক্ষা এতে উল্লেখ করা হয়েছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঢাকা মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/24/1735045249-8cb6a67734264ad6c77f45e8f9d04218.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঢাকা মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/24/1460892" target="_blank"> </a></div> </div> <p>ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব বলেন, ‘এই গল্পের লেখক হলো একজন নারীবাদী। নারীবাদীদের নোংরা লেখা সংযোজনের জন্য আবু সাঈদরা শহীদ হননি এবং ছাত্র-জনতা এ জন্য আন্দোলন করেনি। এসব কুশিক্ষা বাচ্চাদের নষ্টামি ছাড়া আর কিছু শিক্ষা দিতে পারে না। এসব শিক্ষা আমাদের সংস্কৃতির সঙ্গে মানায় না। কাজেই শিক্ষাক্রমে এসব কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অবিচার-নির্মমতা প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ হওয়া জরুরি : তারেক রহমান" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/24/1735045121-a84be0cf613ada3f4a2de07de01d65fe.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অবিচার-নির্মমতা প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ হওয়া জরুরি : তারেক রহমান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/24/1460891" target="_blank"> </a></div> </div> <p>ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ‘জুলাই আগস্টের আন্দোলনে সব ধর্মের মানুষের অংশগ্রহণ ছিল বটে। কিন্তু ইসলাম ধর্মের মানুষ আন্দোলনে সবচেয়ে বেশি শহীদ হয়। আন্দোলনের মূল শিক্ষা ছিল দেশে ইসলাম প্রতিষ্ঠা করা। কিন্তু এখন আমরা এসব কী দেখছি। এসব বই পাবলিস্ট এখনো হয়নি। এখনো সময় আছে এ বই পরিবর্তনের। অবিলম্বে পাঠ্যপুস্তক থেকে এসব শব্দ বাতিল করতে হবে। অন্যথায় প্রতিবাদের আগুন পুনরায় জ্বলে উঠবে।’</p>