<p>স্টারলিংকের মাধ্যমে সারা পৃথিবীতে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবার নেটওর্ক তৈরি করেছেনে এলন মাস্ক। এবার মঙ্গল গ্রহেও একই ধরনের নেটওয়ার্ক তৈরি করতে উদ্যোগ নিয়েছেন তিনি। স্টারলিংক পৃথিবীর নিম্ন কক্ষপথে স্যাটেলাইট পাঠিয়ে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে। ঠিক তেমনি মঙ্গলের কক্ষপথেও স্যাটেলাইট নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে মঙ্গল থেকে পৃথিবীতে সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালু করতে চান মাস্ক। এই নতুন উদ্যোগটির নাম দিয়েছেন ‘মার্সলিংক’। </p> <p>পৃথিবী থেকে মঙ্গল গ্রহ বেশ দূরে, তাই মঙ্গল থেকে পৃথিবীতে সরাসরি যোগাযোগ করা কঠিন। সময়মতো তথ্য প্রেরণ বা যোগাযোগ করতে নানা প্রযুক্তিগত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এসব সমস্যা সমাধানের জন্য এলন মাস্ক, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র সহযোগিতায়, মঙ্গলের কক্ষপথে স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করেছেন। মঙ্গলে স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি হলে গবেষণা, ছবি আদান-প্রদানসহ আরও অনেক ধরনের তথ্য দ্রুত পৃথিবীতে পৌঁছানো সম্ভব হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মঙ্গলে প্রাচীন সমুদ্র আবিষ্কার করেছে ঝুরং" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/12/1731391897-cbc76017f7a8e576da1ded8d0c3ff342.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মঙ্গলে প্রাচীন সমুদ্র আবিষ্কার করেছে ঝুরং</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/12/1445702" target="_blank"> </a></div> </div> <p>মার্সলিংকের স্যাটেলাইটগুলো উন্নত লেজার প্রযুক্তি ব্যবহার করবে। এই প্রযুক্তির মাধ্যমে মঙ্গল থেকে পৃথিবীতে দ্রুত তথ্য পাঠানো যাবে। এমনকি সরাসরি ছবি দেখার সুযোগও মিলবে বলে মনে করা হচ্ছে। ইলন মাস্ক জানিয়েছেন, পৃথিবী ও মঙ্গলের মধ্যে এই লেজার প্রযুক্তির মাধ্যমে প্রতি সেকেন্ডে পেটাবিট (অত্যন্ত উচ্চগতি) পরিমাণ তথ্য পাঠানোর মতো সক্ষমতা থাকতে হবে। এতে দ্রুত এবং স্বচ্ছন্দে তথ্য আদান-প্রদান করা সম্ভব হবে।</p> <p>মঙ্গল গ্রহে মানববসতি গড়ার বিষয়ে এলন মাস্কের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। ২০৩০-এর দশকের মধ্যেই মঙ্গলে মানববসতি স্থাপন করতে চান তিনি। শুধু তাই নয়, ২০৫৪ সালের মধ্যে মঙ্গলে ১০ লাখ মানুষের জন্য একটি শহর তৈরি করার লক্ষ্যও স্থির করেছেন। এমন একটি শহর যেখানে মানুষ সহজেই বসবাস করতে পারবে এবং প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ওয়াই-ফাই কানেকশনে সমস্যা, জেনে নিন ১০টি সহজ সমাধান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/12/1731410885-f9ae2dc05d754e1f50726d6a9ed5df54.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ওয়াই-ফাই কানেকশনে সমস্যা, জেনে নিন ১০টি সহজ সমাধান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/12/1445796" target="_blank"> </a></div> </div> <p>মাস্কের এই উদ্ভাবনী পরিকল্পনা শুধু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং মানবজাতির ভবিষ্যতের জন্যও তা একটি বিপ্লবী উদ্যোগ।</p> <p>সূত্র: নাসা</p>