<p>ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা চ্যানেলের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে ‘মৃত’ দেখাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। আলোচিত এই সাংবাদিকের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টটি ‘রিমেম্বারিং’ করে দেওয়া হয়েছে। ময়ূখ রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর এবং হেড অব ইনপুট হিসেবে কর্মরত রয়েছেন।</p> <p>সম্প্রতি বাংলাদেশ নিয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে উপস্থাপনের মাধ্যমে দর্শকমহলের নজরে এসেছেন ময়ূখ। অনেক দর্শক তার উচ্চকণ্ঠ এবং অঙ্গভঙ্গিকে ‘মলম বিক্রেতা’র সঙ্গে তুলনা করেন।</p> <p>তার ফেসবুক আইডিতে ঢুকলেই ফেসবুক কর্তৃপক্ষের একটি বার্তা দেখা যাচ্ছে। তাতে লেখা, ‘আমরা আশা করি যারা ময়ূখকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন।’  </p> <p><img alt="ৃি" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/10/29/my1153/Untitled-4.gif" width="1000" /></p> <p>গত বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ কলকাতায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাংবাদিক সোহম মল্লিকের এবং গুরুতর আহত হয়েছেন সাংবাদিক ময়ূখ। রাস্তা দিয়ে  যাওয়ার সময় তাদের মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা একটি গাছে ধাক্কা মারে, ঘটনাস্থলেই মৃত্যু হয় সোহমের এবং গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় ময়ূখকে।</p> <p>মাথায় গুরুতর আঘাত পান ময়ূখ। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। ফোনে ময়ূখের এক সতীর্থ আনন্দবাজার ডিজিটালকে জানান, দুর্ঘটনায় ময়ূখের একটি চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। চোখটি নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।</p> <p>গুরুতর আহত হওয়ার কথা জানালেও তার মৃত্যুর খবর নিশ্চিত করে কোনো গণমাধ্যমে প্রকাশ পায়নি। তাই হঠাৎ ‘রিমেম্বারিং’ শব্দে গুঞ্জন তৈরি হয়েছে অনলাইন মাধ্যমে। ফেসবুক প্রোফাইল ‘রিমেম্বারিং’ করতে হলে প্রথমে ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হয়। এরপর এ আবেদনের ভিত্তিতে তথ্য যাচাই-বাছাই করে ফেসবুক কর্তৃপক্ষ কোনো আইডি ‘রিমেম্বারিং’ করে। তাই বিষয়টি নিয়ে জোর গুঞ্জন তৈরি হয়েছে।</p> <p>সূত্র : আনন্দবাজার, ময়ূখ রঞ্জন ঘোষের ফেসবুক আইডি</p> <p> </p>