<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রুর ব্যাপারে ঐতিহাসিকভাবে সবচেয়ে কম জনসমর্থন রয়েছে বলে গতকাল রবিবার এক জনমত জরিপে জানা গেছে। দুই-তৃতীয়াংশ ফরাসি এরই মধ্যে নতুন প্রধানমন্ত্রীর ব্যাপারে অসন্তুষ্টি প্রকাশ করেছে। এতে এখনই তিনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রধানমন্ত্রী যথাযথভাবে কাজ শুরু করার আগেই আইফপ পরিচালিত এবং ফরাসি সাপ্তাহিক জার্নাল ডু দিমশে প্রকাশিত একটি নতুন সমীক্ষায় দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ৬৬ শতাংশ উত্তরদাতা তাঁর কর্মক্ষমতা নিয়ে অসন্তুষ্ট। মাত্র ৩৪ শতাংশ বলেছে, তারা তাদের নতুন প্রধানমন্ত্রীর প্রতি সন্তুষ্ট বা খুব সন্তুষ্ট।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইফপ বলেছে, ১৯৫৯ সালের পর একজন প্রধানমন্ত্রীর কাজ শুরু করার জন্য এত কম রেটিং তারা আর দেখেনি। ১১ থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে ফরাসি জনগণের মধ্য থেকে ২০০৪ জন প্রতিনিধিকে নমুনা হিসেবে বেছে নিয়ে জরিপটি করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বায়রু হলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর ম্যান্ডেটের ষষ্ঠ প্রধানমন্ত্রী এবং ২০২৪ সালের চতুর্থ প্রধানমন্ত্রী। প্রত্যেকেই মেয়াদের চেয়ে কম সময় দায়িত্ব পালন করতে পেরেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বায়রুর পূর্বসূরি মিশেল বার্নিয়ার ছিলেন ফ্রান্সের সবচেয়ে কম সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী, তিনি এই পদে মাত্র তিন মাস স্থায়ী ছিলেন। গত ১৩ ডিসেম্বর নিযুক্ত বায়রু এখনো মন্ত্রিসভায় তাঁর পছন্দের সদস্যদের তালিকা ম্যাখোঁর কাছে জমা পর্যন্ত দেননি। গত শুক্রবার তিনি ফ্রান্স ২ টেলিভিশনকে বলেছেন, তিনি আশা করছেন যে সপ্তাহান্তে বা যেকোনোভাবেই বড়দিনের আগে নতুন মন্ত্রিসভা চূড়ান্ত করা হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৭৩ বছর বয়সী ফ্রাঁসোয়া বায়রু মধ্যপন্থী নেতা হিসেবে পরিচিত। মাখোঁর ঘনিষ্ঠ মিত্র হিসেবে আগে থেকেই পরিচিত তিনি। দক্ষিণ-পশ্চিমের পাউ শহরের একসময়ের মেয়র বায়রু মোডেম দলের শীর্ষ নেতা। তিনি নিজেকে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্রামাঞ্চলের মানুষ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বলেও পরিচয় দেন। এর আগে তিনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন প্রধানমন্ত্রী হিসেবে বায়রু প্রধান কাজ পেয়েছেন সরকার গঠন করে ২০২৫ সালের পূর্ণ বাজেট পাস করার। সূত্র : এএফপি</span></span></span></span></span></p>