<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মালয়েশিয়ার কোস্ট গার্ড মায়ানমারের নথিপত্রহীন ৩০০ অভিবাসনপ্রত্যাশী বহনকারী দুটি নৌকাকে তাদের জলসীমা থেকে ফিরিয়ে দিয়েছে। গত শনিবার মায়ানমার কর্তৃপক্ষ এ কথা জানায়। নৌকার আরোহীরা মায়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের লোক কি না তা অবশ্য নিশ্চিত করেনি মালয়েশিয়ার কোস্ট গার্ড। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) জানায়, গত শুক্রবার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মালয়েশিয়ার লাংকাউই</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দ্বীপের উপকূল থেকে প্রায় দুই নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে নৌকাগুলো</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শনাক্ত</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">করা</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ রোসলি আবদুল্লাহ বলেন, নৌকাগুলো ফিরিয়ে দেওয়ার আগে আরোহীদের খাবার ও বিশুদ্ধ পানি দিয়েছে এমএমইএ।  তিনি বলেন, এই নৌকাগুলোর গতিবিধি নিয়ে বাড়তি তথ্য জানতে থাইল্যান্ডের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন তাঁরা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে শুক্রবার লাংকাউইতেই একটি সৈকতে নৌকা ভেড়ানোর পর মায়ানমারের ১৯৬ জন আরোহীকে  আটক করে মালয়েশিয়া। আটককৃতদের মধ্যে ৭১টি শিশু ও ৫৭ জন নারী রয়েছে। পুলিশ জানিয়েছে, তারা সবাই রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। এক পৃথক বিবৃতিতে পুলিশ আরো জানায়, আটক অভিবাসীদের নথিভুক্ত করা এবং স্বাস্থ্য পরীক্ষা করার প্রক্রিয়া চলছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মায়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী নাগরিকত্ব থেকে বঞ্চিত এবং বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার। মায়ানমার সরকারের অত্যাচার-নিপীড়ন থেকে বাঁচতে বহু বছর ধরে অনেক রোহিঙ্গা কাঠের নৌকায় করে উত্তাল সাগর পাড়ি দিয়ে দেশ ছাড়ছে। তারা বেশির ভাগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও বাংলাদেশের মতো</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিবেশী</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশগুলোতে যাওয়ার চেষ্টা করে। কেউ</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কেউ</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আরেক প্রতিবেশী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দেশ থাইল্যান্ডেও ঢুকছে। সাধারণত অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত সাগর যখন অপেক্ষাকৃত শান্ত থাকে তখনই বেশির ভাগ নৌযাত্রা করে রোহিঙ্গারা। মালয়েশিয়া শরণার্থী মর্যাদা স্বীকৃতি দেয় না। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি রোহিঙ্গা শরণার্থীবাহী নৌকাকে ফিরিয়ে দিয়েছে এবং নথিহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে হাজারো মানুষকে জনাকীর্ণ বন্দিশিবিরে আটক করেছে।</span></span>  <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রোহিঙ্গারা</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যে</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মায়ানমারে</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চরম নির্যাতিত সে কথা মালয়েশিয়া মেনে নিলেও দেশটি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তাদের প্রবেশ সীমিত রাখার</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চেষ্টা</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">করে</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলেছে। মালয়েশিয়া সরকারের আশঙ্কা, রোহিঙ্গা প্রবেশ সীমিত না রাখার চেষ্টা করলে নৌকায় করে মায়ানমার থেকে মালয়েশিয়ায় মানুষের ঢল নামবে। গত নভেম্বরের শেষ পর্যন্ত মালয়েশিয়ায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের নথিভুক্ত</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রোহিঙ্গা</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শরণার্থী ও আশ্রয় প্রার্থীর সংখ্যা ছিল এক লাখ ১১ হাজার ৪১০ জন।       সূত্র : এএফপি, ভয়েস অব আমেরিকা </span></span></span></span></span></p>