<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন বলেছেন, গ্রিনল্যান্ডের অধিবাসীরা চাইলে গ্রিনল্যান্ড স্বাধীন হতে পারে, তবে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সম্ভাবনা নেই। নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে বল প্রয়োগ করে হলেও নিয়ন্ত্রণে নেওয়ার ইচ্ছা প্রকাশ করার পর গত বুধবার এমন প্রতিক্রিয়া জানান ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী। খনিজসমৃদ্ধ কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপটি নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের পর কোপেনহেগেনে ডেনমার্কের রাজার সঙ্গে গ্রিনল্যান্ডের নেতার বৈঠক হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া ট্রাম্প গত মঙ্গলবার বলেছেন, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ বানাতে সামরিক বা অর্থনৈতিক বল প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি। একই দিন ট্রাম্পের জ্যেষ্ঠ ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র গ্রিনল্যান্ডে ব্যক্তিগত সফর করেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গ্রিনল্যান্ডের নিজস্ব উচ্চাকাঙ্ক্ষার বিষয়টি আমরা সম্পূর্ণরূপে স্বীকার করি। সেগুলো বাস্তবায়িত হলে গ্রিনল্যান্ড স্বাধীন হবে। তবে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার উচ্চাকাঙ্ক্ষা খুব কমই থাকবে। সূত্র : দ্য জাপান টাইমস</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>