<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরিয়ায় সহায়তার পথ খুঁজতে সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠকে বসতে চলেছেন মধ্যপ্রাচ্য ও ইউরোপের শীর্ষ কূটনীতিকরা। বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় কিভাবে স্থিতিশীলতা ফেরানো যায়, তা নিয়ে আলোচনার জন্য গতকাল রবিবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বার্তা সংস্থা এএফপি জানায়, এদিন দুই অধিবেশনে আলোচনা হবে। প্রথম অধিবেশনে আরব দেশগুলোর কর্মকর্তারা আলোচনা করবেন। দ্বিতীয় অধিবেশন আরো বিস্তৃত আকারে হওয়ার কথা রয়েছে। সেখানে অংশগ্রহণকারীদের মধ্যে তুরস্ক, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘের প্রতিনিধিরাও থাকবেন বলে সৌদি আরবের একজন কর্মকর্তা গত শনিবার জানিয়েছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আহমেদ আল-শারার নেতৃত্বে সিরিয়ার বিদ্রোহীরা গত মাসে দেশটির দীর্ঘদিনের শাসক আসাদকে উত্খাত করে। আহমেদ আল-শারা এখন আন্তর্জাতিক বিশ্বকে তাঁর দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বলছেন। এ নিয়ে আলোচনার জন্যই সৌদি আরবের রাজধানী রিয়াদে একত্রিত হয়েছেন কূটনীতিকরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০১১ সালে সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ নিষ্ঠুরভাবে দমন করেছিল আসাদ সরকার। আসাদ সরকারের ওই দমন-পীড়নের জেরে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা শক্তিগুলো সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে। সরকারবিরোধী ওই বিক্ষোভ থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ ছড়িয়ে পড়েছিল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১৩ বছরের বেশি সময় ধরে ওই গৃহযুদ্ধ চলেছে। যুদ্ধে পাঁচ লাখের বেশি মানুষ নিহত হয়েছে। দেশটির অর্থনীতি ধ্বংস হয়ে গেছে এবং লাখ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাদের অনেকে ইউরোপে আশ্রয় নিয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কায়া কালাস গত শুক্রবার বলেছেন, যদি সিরিয়ার বর্তমান নেতারা একটি অন্তর্বর্তী সরকার গঠন করেন যেখানে সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া হবে, তবে ২৭ সদস্য রাষ্ট্রের জোট নিষেধাজ্ঞা তুলে নেওয়া শুরু করবে। সূত্র : এএফপি</span></span></span></span></span></p>