<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে গত শুক্রবার পদত্যাগ করেছেন বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা লড়েছিলেন তিনি। হোয়াইট হাউসে ট্রাম্পের ফেরার আগেই স্মিথ পদত্যাগ করেছেন। স্থানীয় সময় শনিবার আদালতে দাখিল করা এক নথিতে তাঁর পদত্যাগের কথা জানানো হয়। স্মিথের পদত্যাগের নোটিশে বলা হয়েছে, বিশেষ কাউন্সেল তাঁর কাজ শেষ করেছেন, ৭ জানুয়ারি তাঁর চূড়ান্ত গোপন প্রতিবেদন জমা দিয়েছেন। গত ১০ জানুয়ারি তিনি বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পরাজয় ঠেকানোর চেষ্টা এবং রাষ্ট্রীয় গোপন নথি বেআইনিভাবে নিজের কাছে রেখে দেওয়ার মামলায় ট্রাম্পের বিরুদ্ধে লড়েছিলেন জ্যাক স্মিথ। সূত্র : এএফপি</span></span></span></span></span></p>