<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মাহবুবুর রহমান (৫৬) নামের এক ব্যক্তিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। একটি অসাধুচক্র তাঁকে এই হয়রানিতে জড়িত করেছে বলে অভিযোগ করেছেন তাঁর পরিবার। জুলাই আন্দোলনের ঘটনায় উত্তরা পশ্চিম থানায় হওয়া একটি মামলায় মাহবুবুর রহমানকে আসামি করা হয়। মামলার বাদী কবির হোসেন মৃধা আদালতে হলফনামা দিয়ে জানান, তিনি মাহবুবুর রহমানকে চেনেন না এবং তাঁকে নির্দোষ বলে মনে করেন। বাদী আরো উল্লেখ করেন, ভুলবশত তাঁর নাম এজাহারে এসেছে এবং তিনি এ বিষয়ে কোনো আপত্তি করবেন না। ২ ডিসেম্বর আদালতে দেওয়া ওই হলফনামায় উল্লেখ করা হয়, মাহবুবুর রহমান মামলার ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। সিডিআর বিশ্লেষণেও দেখা যায়, ঘটনার দিন তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনে দাবি করা হয়, মাহবুবুর রহমান পালানোর সময় বিমানবন্দর থেকে আটক হন, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এদিকে মাহবুবুর রহমানের পরিবার জানিয়েছে, সন্তানের জরুরি চিকিৎসার জন্য ২৬ ডিসেম্বর দুবাই যাওয়ার নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছিল এবং তাঁর বিমানের টিকিটসহ সব প্রমাণ রয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর পরও অসাধু চক্রটি মাহবুবুর রহমানকে হয়রানি করছে। উত্তরা পশ্চিম থানার মামলায় সম্পৃক্ততা প্রমাণিত না হওয়ায় তারা উত্তরা পূর্ব থানার একটি মামলায় তাঁকে জড়ানোর চেষ্টা করছে। মাহবুবুর রহমানের স্ত্রী ফারহানা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ। একটি অসাধুচক্র আমাদের হয়রানি করছে। আমরা এই হয়রানি থেকে মুক্তি চাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুলাই-আগস্ট আন্দোলনের প্রতিটি মামলা গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। যাঁরা নির্দোষ, তদন্তে তাঁদের নাম বাদ যাবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>