ব্রাজিলের আমাজনের উত্তর-পূর্ব প্রান্তে বুরিটিকুপু শহরে গভীর সিংকহোলের সৃষ্টি হয়েছে। এই বিশালাকার গর্ত পার্শ্ববর্তী কয়েক শ বাড়ি গ্রাস করে ফেলতে পারে। সেই শঙ্কায় সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
শহরটিতে মোট ৫৫ হাজার মানুষের বসবাস।
ব্রাজিলের আমাজনের উত্তর-পূর্ব প্রান্তে বুরিটিকুপু শহরে গভীর সিংকহোলের সৃষ্টি হয়েছে। এই বিশালাকার গর্ত পার্শ্ববর্তী কয়েক শ বাড়ি গ্রাস করে ফেলতে পারে। সেই শঙ্কায় সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
শহরটিতে মোট ৫৫ হাজার মানুষের বসবাস।
সম্পর্কিত খবর
সুদানের রাজধানী খার্তুম পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। রাজধানী থেকে প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) যোদ্ধাদের হটিয়ে দিয়েছে বলে সেনাবাহিনী দাবি করেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে সামরিক মুখপাত্র নাবিল আবদুল্লাহ বলেছেন, খার্তুমে অবশিষ্ট দাগলো সন্ত্রাসী মিলিশিয়াদের শেষ অবস্থানগুলো খালি করেছে তারা। ২০২৩ সালের এপ্রিল থেকে হামাদান দাগলোর নেতৃত্বাধীন আরএসএফের সঙ্গে সেনাবাহিনীর রক্তক্ষয়ী লড়াই চলছে।
অস্ট্রেলিয়ায় আগামী ৩ মে সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ভোটে ক্ষমতাসীন লেবার পার্টির সঙ্গে লিবারেল-ন্যাশনাল জোটের হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার প্রবল সম্ভাবনার কথা জানা গেছে একাধিক জনমত জরিপে।
সামান্য সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সরকার চালানো লেবার পার্টির নেতা প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ গতকাল শুক্রবার ক্যানবেরার পার্লামেন্ট হাউস থেকে সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ভোটের এ তারিখ ঘোষণা করেন। দেশটিতে প্রতি তিন বছর পর পর নিম্নকক্ষের ভোট হয়।
দক্ষিণ বৈরুতে গতকাল ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত জায়গায় লোকজন জড়ো হয়। ছবি : এএফপি
।
মার্কিন প্রশাসন ইউক্রেনের সঙ্গে নতুন আরো মূল্যবান খনিজ চুক্তি প্রত্যাশা করছে। এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত তিনজন ব্যক্তির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের মূল প্রস্তাবটি সংশোধন করেছে এবং এতে ইউক্রেনকে ভবিষ্যতে কোনো নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে না। তবে ইউক্রেনীয় ভূখণ্ডজুড়ে রাষ্ট্রীয় ও বেসরকারি উদ্যোগে পরিচালিত প্রাকৃতিক সম্পদের ব্যবহার থেকে প্রাপ্ত সব আয় যৌথ বিনিয়োগ তহবিলে রাখতে বাধ্য করবে।