দ্বাদশ পরিচ্ছেদ
সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন
বহু নির্বাচনী প্রশ্ন
১। কোন সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে?
ক. কর্মধারয় খ. দ্বন্দ্ব গ. তত্পুরুষ ঘ. বহুব্রীহি
২। রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
ক. মনমাঝি খ. মহানবী গ. সাহিত্যসভা ঘ. মহারাজ
৩। ‘রাজপুত্র’ কোন তত্পুরুষ সমাস?
ক. দ্বিতীয়া খ. তৃতীয়া গ. চতুর্থী ঘ. ষষ্ঠী
৪।
মুখ চন্দ্রের ন্যায় কোন কর্মধারয় সমাসের উদাহরণ?
ক. উপমান খ. উপমিত গ. মধ্যপদলোপী ঘ. রূপক
৫। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
ক. কাজল কালো খ. মনমাঝি গ. চন্দ্র মুখ ঘ. টাকমাথা
৬। ‘হাতাহাতি’ কোন সমাসের উদাহরণ?
ক. দ্বন্দ্ব খ. কর্মধারয় গ. তত্পুরুষ ঘ. বহুব্রীহি
৭। সংখ্যাবাচক বহুব্রীহির উদাহরণ কোনটি?
ক. কানাকানি খ. হাতে ঘড়ি গ. চতুর্ভুজ ঘ. গোঁফ খেজুরে
৮।
নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?
ক. বউভাত খ. হাতে ঘড়ি গ. কানাকানি ঘ. কানে খাটো
৯। নীল যে পদ্ম = নীলপদ্ম কোন সমাস?
ক. দ্বন্দ্ব খ. দ্বিগু গ. বহুব্রীহি ঘ. কর্মধারয়
১০। সমাস নিষ্পন্ন পদটির নাম কী?
ক. সমস্তপদ খ. সমস্যমানপদ গ. পূর্বপদ ঘ. পরপদ
১১। দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত কোন সমাসের উদাহরণ?
ক. দ্বন্দ্ব সমাস খ. কর্মধারয় গ. তত্পুরুষ ঘ. বহুব্রীহি
১২।
অলুক তত্পুরুষের উদাহরণ কোনটি?
ক. গরুর গাড়ি খ. বিয়েপাগলা গ. হাতে ঘড়ি ঘ. হাতে কলমে
১৩। দ্বিগু কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
ক. চৌরাস্তা খ. সিংহ পুরুষ গ. পথের রাস্তা ঘ. অকালমৃত্যু
১৪। জমা ও খরচ = জমা খরচ কোন সমাস?
ক. দ্বন্দ্ব সমাস খ. কর্মধারয় গ. বহুব্রীহি ঘ. তত্পুরুষ
১৫। সন্নিহিত অনুসর্গ লোপ পাওয়া তত্পুরুষ সমাসের উদাহরণ কোনটি?
ক. আগা থেকে গোড়া খ. গরুর গাড়ি গ. মনমাঝি ঘ. আলু সিদ্ধ
১৬। সমানাধিকার বহুব্রীহির উদাহরণ কোনটি?
ক. কানাকানি খ. লাল পেড়ে গ. কানে খাটো ঘ. সেতার
১৭।
উপমানের সঙ্গে গুণবাচক শব্দের কোন সমাস হয়?
ক. তত্পুরুষ সমাস খ. উপমিত কর্মধারয় গ. রূপক কর্মধারয় ঘ. উপমান কর্মধারয়
১৮। কোন দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের বিভক্তি সমাসবদ্ধ হয়, তাকে কী বলে?
ক. বহুব্রীহি খ. রূপক গ. অলুক দ্বন্দ্ব ঘ. উপমান
১৯। ‘সিংহাসন’ সমস্ত পদটি কোন কর্মধারয় সমাসের উদাহরণ?
ক. রূপক খ. মধ্যপদলোপী গ. উপমিত ঘ. উপমান
২০। পারস্পরিক ক্রিয়ার কোনো অবস্থা তৈরি হলে কোন সমাস হয়?
ক. অলুক বহুব্রীহি খ. সংখ্যাবাচক বহুব্রীহি
গ. সমানাধিকার বহুব্রীহি ঘ. ব্যতিহার বহুব্রীহি
২১। সমাস মূলত কত প্রকার।
ক. তিন খ. চার গ. পাঁচ ঘ. ছয়
২২। যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে কী সমাস বলে?
ক. দ্বিগু কর্মধারয় খ. উপমান কর্মধারয় গ. কর্মধারয় সমাস ঘ. রূপক
২৩। যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে অন্যটি বোঝায়, তাকে কী বলে?
ক. বহুব্রীহি সমাস খ. তত্পুরুষ সমাস
গ. কর্মধারয় সমাস ঘ. দ্বন্দ্ব সমাস
২৪। সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয়, তাকে কী বলে?
ক. তত্পুরুষ সমাস খ. বহুব্রীহি সমাস
গ. কর্মধারয় সমাস ঘ. অলুক বহুব্রীহি
২৫। নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
ক. ভালো-মন্দ খ. হাতে-কলমে গ. আলু সিদ্ধ ঘ. মনমাঝি
উত্তর : ১.খ ২. ক ৩. ঘ ৪. খ ৫. ক ৬. ক ৭. গ ৮. গ ৯. ঘ ১০. ক ১১. গ ১২. ক ১৩. ক ১৪. ক ১৫. ক ১৬. খ ১৭. গ ১৮. গ ১৯. খ ২০. ঘ ২১. খ ২২. গ ২৩. খ ২৪. ক ২৫. ক।