গোড়ায় গলদ, বেড়ায় ক্ষেত খায়, ঢেলে দে মা চেটেপুটে খাই—বহু পুরনো এসব প্রবাদ-প্রবচনের ঐতিহ্য ধরে রাখাই যেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব। নইলে দেশ ও জনগণের জন্য নেওয়া সরকারের উন্নয়ন বাজেট তথা বার্ষিক উন্নয়ন কর্মসূচি—এডিপির এই হাল কেন? এডিপির প্রকল্পগুলো নেওয়া হয় যাদের জরিপ-শুমারির তথ্য-উপাত্তের ভিত্তিতে, সেই বিবিএসে কাজের নামে চলছে দুর্নীতি-গাফিলতি। প্রকল্পকাজে নৈতিকতা দেখভালের দায়িত্ব যাদের, সেই আইএমইডি নীতি-আদর্শ জলাঞ্জলি দিয়ে আজ হন্যে শুধু টাকা লুটপাটে। আর প্রকল্পে মাঠের কাজে সরাসরি জড়িত যারা, তাদের ধ্যানজ্ঞান একটাই—একের পর এক প্রকল্প আসুক, মেয়াদের পর মেয়াদ বাড়ুক, সরকার কাঁড়ি কাঁড়ি টাকা ঢালুক, আমরা চেটেপুটে খাই আর উন্নয়ন পড়ে থাক কাগজে-কলমে; কারো কিচ্ছু যায়-আসে না। টানা কয়েক মাসের অনুসন্ধানে এই চিত্রই উঠে এসেছে কালের কণ্ঠ’র ভাণ্ডারে
উন্নয়নের গোড়ায় জরিপ গলদ
আরিফুর রহমান
সম্পর্কিত খবর