<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মালয়েশিয়ার ১০টি গুরুত্বপূর্ণ খাতের ছয় লাখ ২০ হাজার লোকের চাকরি ঝুঁকিতে রয়েছে। হয় তাঁদের দক্ষতা বাড়াতে হবে, না হয় আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে চাকরি হারাতে পারেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল টেক ও সবুজ অর্থনীতির ক্রম উন্নয়নে এমনটি ঘটতে পারে বলে একটি গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দশটি গুরুত্বপূর্ণ খাতে এই গবেষণা পরিচালনা করছে টেলেন্ট করপোরেশন মালয়েশিয়া বিএইডি (টেলেন্টকর্প)। গুরুত্বপূর্ণ এই খাতগুলো হচ্ছে : এরোস্পেস, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, বিদ্যুৎ ও জ্বালানি, খাদ্য প্রস্তুতকরণ ও সেবা শিল্প, বৈশ্বিক ব্যবসা সেবা, তথ্য ও প্রযুক্তি, চিকিৎসা সরঞ্জাম, ওষুধ উৎপাদন এবং খুচরা ও পাইকারি ব্যবসা। এই খাতগুলো সম্মিলিতভাবে মালয়েশিয়ার জিডিপির ৬০ শতাংশ বা ৯৩৩ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গত সোমবার মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী স্টেভেন সিম চি কেয়ং এই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বলেন, দ্রুত পরিবর্তনশীল কর্মক্ষেত্রে প্রাসঙ্গিক থাকার জন্য মালয়েশিয়ানদের দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটাইজেশন গ্রহণ করতে হবে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এআই, ডিজিটাইজেশন এবং সবুজ অর্থনীতির উত্থানের প্রেক্ষাপট নিয়ে মানবসম্পদমন্ত্রী সিম বলেছেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মালয়েশিয়ানদের প্রযুক্তিকে জীবিকার জন্য হুমকি হিসেবে নয় বরং এটি গ্রহণ করা উচিত। এগুলো এমন উপকরণ, যা মানুষের সক্ষমতা বাড়াতে, সৃজনশীলতাকে উৎসাহিত করতে এবং সহযোগিতার পথ খুলে দিতে পারে। এগুলো কেবল পরিসংখ্যান নয়, এগুলো আমাদের কর্মশক্তিকে এই পরিবর্তনের মধ্য দিয়ে প্রস্তুত ও সহায়তা করার জন্য দূরদর্শী কৌশল তৈরির ভিত্তি রচনা করতে পারে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ট্যালেন্টকর্পের ছয় মাসে সম্পন্ন হওয়া গবেষণায় উঠে এসেছে যে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে ১০টি প্রধান খাতে ছয় লাখ ২০ হাজার চাকরি সরাসরি দক্ষতার ঝুঁকিতে পড়বে, যা এসব খাতের মোট কর্মীর ১৮ শতাংশ। এ ছাড়া অতিরিক্ত ১২ লাখ চাকরিকেও প্রভাবিত করতে পারে। যার ফলে মোট ১৮ লাখ কর্মীর এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হবে, যার জন্য প্রয়োজন দক্ষতা বৃদ্ধি।</span></span></span></span></span></p> <p> </p> <p> </p> <p> </p>