<p><strong>খাওয়ার সময় মাথায় টুপি পরিধান করা কি জরুরি?</strong></p> <p>প্রশ্ন : অনেকে বলে, খাওয়ার সময় এবং প্রকৃতির ডাকে সাড়া দিতে যাওয়ার সময় মাথায় টুপি রাখতে হয়। এটা নাকি আদব। এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী? এসব ক্ষেত্রে মাথায় টুপি রাখা কি আসলেই জরুরি? দয়া করে জানাবেন।</p> <p>জামিল, মিরপুর</p> <p> </p> <p>উত্তর : খাওয়ার সময় মাথায় টুপি না পরলেও কোনো অসুবিধা নেই, তবে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাওয়ার সময় মাথায় টুপি না রাখা অনুচিত। (আস সুনানুল কুবরা লিল</p> <p>বায়হাকি : ১/২৩৪, মুসান্নাফে ইবনে আবি শায়বা : ২/৪৪, আল বাহরুর রায়েক : ১/২৪৩, মাআরিফুস</p> <p>সুনান : ১/৭৭, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/৩৪)</p> <p> </p> <p> </p> <p> </p>