<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, নির্বাচনের জন্য সেনাপ্রধান ১৮ মাসের যে সময়সীমার কথা বলেছেন, এতে তিনি খুশি। তবে সময়টা তাঁর প্রত্যাশার চেয়ে দীর্ঘ। তিনি এ কথা বলে সতর্ক করেছেন, শেখ হাসিনার দল ছাড়া প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত সোমবার রয়টার্সকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের দেওয়া এক সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় গত মঙ্গলবার সজীব ওয়াজেদ জয় একই বার্তা সংস্থাকে এসব কথা বলেন। গতকাল বুধবার রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন, পরবর্তী ১৮ মাসের মধ্যে গণতন্ত্র পুনরুদ্ধার হতে পারে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীদের প্রাণঘাতী বিক্ষোভের মুখে জেনারেল ওয়াকার-উজ-জামান ওই সময় শেখ হাসিনার পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানালে তাঁকে ভারতে চলে যেতে হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেনাপ্রধানের বক্তব্যের বিষয়ে জয় রয়টার্সকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এখন আমরা অন্তত একটা সময়সীমা পেলাম। এটা জেনে আমি খুশি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Arial Unicode MS Bold"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে এমন নাটক আমরা আগেও দেখেছি, যেখানে একটি অসাংবিধানিক, অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দেয় এবং এরপর পরিস্থিতি খারাপ হতে থাকে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Arial Unicode MS Bold"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাকিস্তান আমল থেকে বাংলাদেশ পর্যন্ত অভ্যুত্থানের ইতিহাসের বিষয়টির দিকে ইঙ্গিত করে সজীব ওয়াজেদ জয় ২০০৭ সালের ঘটনা তুলে ধরেন। এ সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এসে নির্বাচন দেওয়ার আগ পর্যন্ত টানা দুই বছর ক্ষমতায় ছিল। সে নির্বাচনে শেখ হাসিনা নির্বাচিত হয়ে ১৫ বছরের বেশি ক্ষমতায় ছিলেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওয়াশিংটনে বসবাসরত সজীব ওয়াজেদ বলেন, তিনি বা অন্তর্বর্তী সরকারের কেউ আলোচনার জন্য পরস্পরের সঙ্গে যোগাযোগ করেননি। তিনি বলেন, দেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম দলকে বাদ দিয়ে বৈধভাবে সংস্কার ও নির্বাচন অসম্ভব। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন, এ ব্যাপারে জানতে চাইলে জয় বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এটা তাঁর ওপরই নির্ভর করছে। এই মুহূর্তে আমি আমার দলের লোকজনকে নিরাপদ রাখতে চাই এবং এ জন্য ইউনূস সরকার তাঁদের ওপর যে নিপীড়ন চালাচ্ছে, এ বিষয়ে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Arial Unicode MS Bold"">’</span></span></span></span></span></p> <p> </p> <p> </p>