<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সক্রিয় রয়েছে প্রতারকচক্র। এ চক্র মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষর ও পদবি ব্যবহার করে বিভিন্ন কম্পানির চাহিদাপত্রের কপি জাল করে এই প্রতারণা করছে। গতকাল সোমবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের অফিশিয়াল ফেসবুক পেজে সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগে বাংলাদেশ হাইকমিশনে সত্যায়নের কার্যক্রম চলমান রয়েছে। মালয়েশিয়া সরকার প্লান্টেশন সেক্টরে নির্বাচিত বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের সময়সীমা ২০২৫ সালের ৩১ জানুয়ারি নির্ধারণ করেছে। বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ হাইকমিশন থেকে চাহিদাপত্র সত্যায়নের শেষ তারিখ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।</span></span></span></span></p>