<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাজারদরের সঙ্গে সংগতি রেখে জাতীয় মজুরি ন্যূনতম ২০ হাজার টাকা ঘোষণা করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের নেতারা। এ ছাড়া অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার; শ্রম আইনের ১৮৫(ক) ধারাসহ শ্রমিক স্বার্থবিরোধী ধারা বাতিল করে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন; শ্রমিক, কৃষক ও জনগণের জন্য রেশনিং ব্যবস্থা চালু; চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি জানানো হয়। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় আয়োজিত সমাবেশে এই হুঁশিয়ারি দেন তাঁরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সমাবেশে বক্তারা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাকিস্তান সরকারের আমলে শ্রমিকদের যে আইনি অধিকার ও মজুরির হার ছিল, তা আজ আমাদের নেই। ১৯৪৭ ও ১৯৭১ সালে প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। ফলে সরকার পরিবর্তন হলেও আমাদের জীবনমানের উন্নতি হয়নি। নির্বাচন মানে গণতন্ত্র নয়, গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। প্রকৃত স্বাধীন গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে হলে সাম্রাজ্যবাদ এবং এ দেশীয় দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার দায়িত্ব শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষকে নিতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বক্তারা আরো বলেন, জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার, বন্ধ কলকারখানা চালু, জাতীয় শিল্প গড়ে তোলা, বাঁচার মতো মজুরি, চাকরির নিশ্চয়তা, জীবনের নিরাপত্তা, কথায় কথায় শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধের দাবিতে লাগাতার আন্দোলন গড়ে তুলতে হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সমাবেশে শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল মোনাফের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. শাহ আলমের পরিচালনায় বক্তব্য দেন শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. মামুন, শ্রমিক মো. জয়নাল আবেদীন, চট্টগ্রাম জেলা হোটেল-রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রিপন ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, বন্দর স্টাফ শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আবদুর রশিদ প্রমুখ।</span></span></span></span></span></p>