<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, সাবেক পররাষ্ট্র্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মোহাম্মদ লিয়াকত আলী লাকীসহ ৩৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) মীর আহমেদ আলী সালাম এই তথ্য জানিয়েছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আদালত সূত্রে জানা গেছে, সাঈদ খোকনের সঙ্গে তাঁর মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ ও ভাই জাবেদ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গতকাল দুদকের উপপরিচালক (মানি লন্ডারিং) মো. মাসুদুর রহমান তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট শাহানা হানিফ, সাঈদ খোকন ও জাবেদ আহমেদের নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের অভিযোগসহ ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনসহ অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ রয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শাহরিয়ার আলম ও তাঁর পরিবার : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তাঁর স্ত্রী সিলভিয়া পারভীন, দুই ছেলে সাদমান শাহরিয়ার ও আহনাফ শাহরিয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লাকীসহ ২৪ জন : নিয়োগে</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মোহাম্মদ লিয়াকত আলী লাকীসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। এর আগে ৬ অক্টোবর দুদকের উপপরিচালক সুমিত্রা সেন বাদী হয়ে ২৪ জনের বিরুদ্ধে মামলা করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিষেধাজ্ঞা দেওয়া অন্য আসামিরা হলেন শিল্পকলা একাডেমির পরিচালক (প্রশাসন) জাহাঙ্গীর হোসেন চৌধুরী, কালচারাল অফিসার আল মামুন, মো. হামিদুর রহমান, সুদীপ্তা চক্রবর্তী, হাসান মাহমুদ, রুনা লায়লা মাহমুদ, সহকারী পরিচালক (বাজেট ও প্ল্যানিং) সামিরা আহমেদ, স্টেজ ম্যানেজার রহিমা খাতুন, গাইড লেকচারার মো. মাহাবুবুর রহমান প্রমুখ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা রিজেন্সি হোটেলের পরিচালক : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকালই</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পৃথক তিনটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের পরিচালক কবির রেজা ও তাঁর স্ত্রী রোকেয়া খাতুন, পরিচালক আরিফ মোতাহার ও তাঁর স্ত্রী নাজমা আরিফ মোতাহার এবং বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>