<p>রাজধানীর বাংলামোটরে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন চারজন সাংবাদিক। গতকাল বুধবার বিকেলে বাংলামোটরে পত্রিকা অফিসের পাশে এই ঘটনা ঘটে। তাঁদের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে।</p> <p>আহতদের মধ্যে রয়েছেন জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন সম্পাদক আতাউর হোসেন।</p> <p>ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, সন্ধ্যা ৬টায় আহত চার সাংবাদিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।</p> <p>আহত সাংবাদিক বশির হোসেন খান বলেন, ‘লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায় অন্তত দুই ডজন দুর্বৃত্ত। তাদের কাউকে আমরা চিনি না। তারা এমনভাবে এসেছিল যেন দূর থেকে কেউ আমাদের দেখিয়ে দিয়েছে।’</p>