<p>ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার পাচ্ছেন তিন তরুণ। কবিতা, কথাসাহিত্য ও প্রবন্ধ-গবেষণায় এ পুরস্কার পাচ্ছেন হাসিন এহসাস লগ্ন, সালমান সাদিক ও জাকারিয়া প্রীণন। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করেছে প্রকাশনা সংস্থা ঐতিহ্য।</p> <p>গত ২৮ মে ঐতিহ্য এবং প্রয়াত লেখক শান্তনু কায়সারের পরিবার ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার’ প্রবর্তনের সিদ্ধান্ত নেয়। শান্তনু কায়সারের সাহিত্যচর্চার পাঁচটি ক্ষেত্র কবিতা, কথাসাহিত্য (গল্প/ উপন্যাস), প্রবন্ধ-গবেষণা, নাটক ও অনুবাদ বিষয়ে এ পুরস্কার প্রদান করা হবে ঘোষণা দিয়ে পাণ্ডুলিপি আহ্বান করা হয়। জমা পড়া পাণ্ডুলিপি যাচাই-বাছাই করে তিনটি পাণ্ডুলিপিকে পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।  কবিতার পাণ্ডুলিপি ‘সংস অব দ্য মিউজেস’-এর জন্য হাসিন এহসাস লগ্ন, গল্পের পাণ্ডুলিপি ‘একুরিয়াম’-এর জন্য সালমান সাদিক এবং প্রবন্ধের পাণ্ডুলিপি ‘কবির সোনালি অন্ধকার’-এর জন্য জাকারিয়া প্রীণন ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার-২০২৪ পাচ্ছেন। বিজয়ী প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা, একটি ক্রেস্ট ও সনদ। ২০২৫ সালের ১১ এপ্রিল বহুমাত্রিক লেখক শান্তনু কায়সারের অষ্টম প্রয়াণবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হবে। এ ছাড়া আসন্ন অমর একুশে বইমেলা ২০২৫-এ পাণ্ডুলিপি তিনটি বই আকারে প্রকাশ করবে ঐতিহ্য।</p> <p>প্রতিবছর পাঁচটি বিষয়ে জমাকৃত পাণ্ডুলিপির মধ্যে যেকোনো ক্ষেত্রের তিনটি সেরা পাণ্ডুলিপিকে দেওয়া হবে ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার’। প্রতিবছর অধ্যাপক শান্তনু কায়সারের জন্মদিন ৩০ ডিসেম্বর এ পুরস্কার ঘোষণা করা হবে বলে জানিয়েছে ঐতিহ্য। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী যেকোনো বছরের ৩০ ডিসেম্বর তারিখে সর্বোচ্চ ৩০ বছর অথবা এর নিচে যেকোনো বয়সী জন্মসূত্রে বাংলাদেশি কবি-লেখক এ পুরস্কারের জন্য পাণ্ডুলিপি পাঠাতে পারেন।</p> <p> </p>