<p>সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে করা মামলায় ছাত্রলীগের এক নেতাকে গতকাল শুক্রবার  গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ। তাঁর নাম মো. আবুল হাসান (৪০)।</p> <p>ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য দেন।</p> <p>থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত হাসান তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি। তাঁর বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু আছে। আবুল হাসানের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।</p> <p>জানা গেছে, সকালে রাজধানীর মনিপুরিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারের সময় খালেদা জিয়ার গাড়িবহরে  হামলার ঘটনায় করা মামলার এজাহারনামীয় আসামি।</p> <p>তেজগাঁও থানা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে কারওয়ান বাজারে নির্বাচনী প্রচার চলছিল। বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ছিলেন খালেদা জিয়া। এ সময় তাঁর গাড়িবহরে হামলার ঘটনায় গত বছরের ২২ আগস্ট তেজগাঁও থানায় করা মামলার আসামি আবুল হাসান।</p> <p> </p> <p> </p>