<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাকরাইন নিয়ে চলমান অপসংস্কৃতি কমিয়ে আসল সাকরাইনের সংস্কৃতি ফিরিয়ে আনতে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঢাকার আয়োজনে দ্বিতীয় ঘুড়ি উৎসব ১৪৩১ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এনসিসি ব্যাংকের সৌজন্যে এবং ইনোড ঢাকা ও ঢাকা ফোরামের সহযোগিতায় ঘুড়ি উৎসব উদযাপিত হয়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ইশরাক হোসেন এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ঘুড়ি উৎসব নিয়ে এমন আয়োজনের প্রশংসা করে প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুগের পরিক্রমায় এসব উৎসব আমরা হারিয়ে ফেলছি। সে রকম সময়ে শিক্ষার্থীদের এই ধরনের উদ্যোগ আমাদের আশাবাদী করে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বিএনপির পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ইশরাক হোসেন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় তরুণ প্রজন্মের এ ধরনের প্রচেষ্টা ফলপ্রসূ হবে বলে আমরা বিশ্বাস করি। এই দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সংস্কৃতি পুনরুত্থানে শিক্ষার্থীদের এসব উদ্যোগে আমরা পাশে আছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>