<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহীতে যুবদলের এক নেতার বাড়িতে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এতে ওই যুবদল নেতার বাবা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। নিহত মো. আলাউদ্দিন (৬০) রাজশাহীর পবা উপজেলার ভুগরইল গ্রামের বাসিন্দা। তাঁর ছেলে সালাহউদ্দিন মিন্টু নওহাটা পৌর যুবদলের সাবেক সদস্য। অভিযোগ উঠেছে, গত মঙ্গলবার রাত দেড়টার দিকে সালাহউদ্দিন মিন্টুর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। দরজা ভেদ করে একটি গুলি মিন্টুর বাবা আলাউদ্দিনের কোমরে লাগে। রাতেই তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে তিনি অপারেশন থিয়েটারে মারা যান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহতের ছেলে সালাহউদ্দিন মিন্টু বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এলাকায় দুই পক্ষের টাকা-পয়সা নিয়ে একটা বিরোধ ছিল। বিষয়টি মীমাংসার জন্য রাতে উভয় পক্ষ রাজশাহীর এয়ারপোর্ট থানায় বসেছিল। এক পক্ষের এক ছেলে আমার কাছের ছোট ভাই। এ জন্য আমিও যাই। থানায় মীমাংসাও হয়ে যায়। এরপর বাড়ি ফিরে আসি। আধাঘণ্টা পরই আমার বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>