<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। অন্যদিকে পিরোজপুরের স্বরূপকাঠি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সাকুরা বাস ফরিদপুরের ভাঙ্গা এলাকায় দুর্ঘটনায় পড়ে এক নারী নিহত হয়েছেন। প্রতিনিধিদের তথ্যে বিস্তারিত</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঝিনাইদহ</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (মহেশপুর) : ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছে। গতকাল বুধবার মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হরিণাকুণ্ডু হল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মহেশপুরের ভালাইপুর উপজেলার রফিকুল ইসলামের ছেলে নাঈম হোসেন ও হরিণাকুণ্ডুর ফলসি গ্রামের নজরুল ইসলামের মেয়ে নওরিন সোয়াবা নোভা। সে স্থানীয় শিশুকলি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। নাঈম মহেশপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বরূপকাঠি (পিরোজপুর</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">) : গত মঙ্গলবার দুপুর আড়াইটায় স্বরূপকাঠি বাসস্ট্যান্ড থেকে সাকুরা পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বিকেল সাড়ে ৫টার দিকে বাসটি ফরিদপুরের ভাঙ্গা এলাকার বড়ইতলা নামক স্থানে পৌঁছলে বাসটিকে পেছন থেকে জ্বালানি কাঠবোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পাশের জমিতে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা ফরিদা বেগম নামের এক নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। তিনি উপজেলার সুটিয়াকাঠি এলাকার চাল ব্যবসায়ী আমির হোসেনের স্ত্রী। দুর্ঘটনায় আরো ১০ জন যাত্রী আহত হয়েছেন।</span></span></span></span></span></p>