<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মেঘনা নদীর আলোচিত নৌডাকাত বাবলা বাহিনীর প্রধান হত্যা, নৌডাকাতিসহ ২৫ মামলার আসামি উজ্জল খালাসি ওরফে বাবলা ডাকাত (৪২) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। গতকাল মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের মল্লিকের চরে নৌডাকাতিতে জড়িত আরেক গ্রুপের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে খুন হন বাবলা। ঘটনায় জড়িত সন্দেহে ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান জানান, মুন্সীগঞ্জের ডাকাত বাবলা বাহিনীর প্রধান বাবলাকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল একদল দুর্বৃত্ত গজারিয়া উপজেলার চর এলাকার বাবলার দোতলা ভবনের বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে হত্যা করে। তাঁর বিরুদ্ধে গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় ৩২টি ডাকাতি ও চাঁদাবাজির মামলা রয়েছে। উপজেলার ইমামপুর ইউনিয়নের মল্লিকের চর এলাকায় তাঁকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে।</span></span></span></span></p> <p> </p>