<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বরগুনার আমতলীতে বিয়ের আট মাসের মাথায় স্বামী মনিরুল ইসলামের লাঠির আঘাতে তিন্নি (২০) নামের এক তরুণীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত তিন্নি উপজেলার চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মনিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা যায়, পরকীয়া সম্পর্কের সন্দেহে মঙ্গলবার সন্ধ্যায় মনিরুলের সঙ্গে তিন্নির বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মনিরুল লাঠি দিয়ে তিন্নির মাথায় আঘাত করে। এরপর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমতলী থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।</span></span></span></span></span></p>