<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নেত্রকোনায় এখন চলছে বোরো ধান আবাদের প্রস্তুতি। এ অবস্থায় সেচের জন্য হাওরে বসানো পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক ট্রান্সফরমার একের পর এক চুরি হয়ে যাচ্ছে। এতে কৃষকরা সেচ নিয়ে দিশাহারা হয়ে পড়েছেন। নেত্রকোনা জেলা পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, গত জুলাই মাস থেকে গতকাল সোমবার পর্যন্ত ছয় মাসে জেলায় ১০০টি ট্রান্সফরমার চুরি হয়েছে, যার মূল্য প্রায় ৬২ লাখ টাকা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পল্লী বিদ্যুৎ সূত্র ও এলাকাবাসী জানায়, জেলার ১০ উপজেলায় সেচকাজে ব্যবহারের জন্য ১৬ হাজার ট্রান্সফরমার রয়েছে। প্রায় রাতেই কোনো না কোনো এলাকায় এসব ট্রান্সফরমার চুরি হচ্ছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ১০ ডিসেম্বর রাতে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাড্ডা গ্রামের কৃষক মো. মুখলেছুর রহমান খান, নাজিম উদ্দিন খান, এনায়েত খান ও জাকির আহম্মেদ খানের চারটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এর আগে ৬ ডিসেম্বর রাতে জেলার দুর্গাপুর উপজেলার কেট্টা গ্রামের কৃষক আলতাবুর রহমান সরকার, আবুল কালাম আজাদ ও রাখাল চন্দ্র সরকারের ফসলি জমি থেকে সেচের জন্য ব্যবহৃত তিনটি ট্রান্সফরমার চুরি হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভুক্তভোগী কৃষক আলতাবুর রহমান সরকার জানান, ট্রান্সফরমারগুলো চুরি হওয়ার ফলে তাঁর গ্রামের প্রায় ১৫০ জন কৃষকের জমিতে পানি দেওয়া বন্ধ রয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মাসুম আহমেদ কালের কণ্ঠকে বলেন, গত জুলাই মাস থেকে সোমবার পর্যন্ত ১০০টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ নতুন ট্রান্সফরমার নিতে হলে শতভাগ টাকা জমা দিতে হয়। চুরি ঠেকাতে কৃষকদের সচেতন করার পাশাপাশি জেলার আইন-শৃঙ্খলা সভায় বিষয়টি নিয়ে আলোচনা করেছি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান জানান, চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধার ও চোর গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া চুরি ঠেকাতে পুলিশের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>