<p>বিশ্ব ইজতেমার আয়োজকদের বিবদমান দুই পক্ষই সারা দেশে মসজিদ ব্যবহারে সরকারের দেওয়া সিদ্ধান্তে একমত পোষণ করেছে। গতকাল সোমবার তাবলিগ জামাতের কার্যক্রমে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই সিদ্ধান্তে উভয় পক্ষ একমত পোষণ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীরা পূর্ব থেকে জেলা ও উপজেলায় যেসব মসজিদে নিজ নিজ তাবলিগ জামাতের কার্যক্রম পরিচালনা করে আসছেন, শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিবদমান পক্ষদ্বয় সংশ্লিষ্ট মসজিদে তাদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। জুবায়ের পন্থী মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ হাবিবুল্লাহ রায়হান কালের কণ্ঠকে বলেন, আগে যেসব নির্দেশনা দেওয়া হয়েছিল, তার সবই বলবৎ আছে। সাদ অনুসারীদের মিডিয়া সন্বয়ক সায়েম জানান, জুবায়ের পন্থীরা বিভিন্ন মারকাজ ও মসজিদ দখল করেছে। আশা করছি এই প্রজ্ঞাপনের দ্বারা বিষয়গুলোর দ্রুত সমাধান হবে।</p>